মোবাইলগ্রাফীর কিছু ছবি নিয়ে আবার হাজির হলাম.........
১।
নয়নে নয়নে রেখে নয়ন
করে গেলি একি প্রেমের
বয়ন....
দিলি অবেলায় ফুল তুলে
নয়নে সাজায়ে রাখি
চয়ন
অপেক্ষাতে থাকিস বন্ধু
রাখিস সাজিয়ে তোর আমার
অয়ন।

২। নাম না জানা ফুল..... কালারে হই বিমোহিত....... হাত বাড়াই কিন্তু ছুঁই না যদি পড়ে নুয়ে।

৩। লাল রঙ্গনের কলি..... বিকশিত হইবার আশা দাঁড়িয়ে আছে উঁচুশিরে আমার ভালবাসার রঙ্গন

৪। একদল ফুটার আশায় প্রহর গোনে আর কেউ ফুটিয়া সুন্দর বিলাইয়া ঝরিয়া যাইবার আশায়...... হেসে উঠছে ক্ষণে ক্ষণে

৫। সাদার শুভ্রতায় মন তো হারাবেই কারণ সে যে খুব পবিত্র রং

৬। লাল কুঁড়ি ফুটে আছে সবুজের বুকে

৭। জারুল ফুল এই ফুলগুলি আমার খুব পছন্দের । এর কালারগুলো মন কেড়ে নেয়। ..... সেদিন হাঁটতে হাঁটতে এদের দেখা পেয়েছিলাম মাত্র দুটো পাঁপড়ি ছুঁতে পেরেছি

৮। ছোটবেলার খাবার......... কত খেয়েছি কচি খেজুরের বিচিগুলো । কস লাগে তবু যেনো অন্য রকম মজা। ...... কে কে খেয়েছেন? শুনি

৯।
ও উচ্ছ্বল তরুনী
হবে কার ঘরে ঘরনী
হলুদ রঙের পড়ে শাড়ি
যাবে কবে শ্বশুড় বাড়ি।

১০। আমার ভালবাসার জারুল ফুল হাতের মুঠোয়

১১। এগুলো একদম তাজা ফুল কিন্তু......... ফুলের তোড়া হতে উঠানো

১২্। বেগুনি ফুলের বাগান

১৪। ইফতারে পরিবেশন হবে

১৫। মেয়েবেলার ভালবাসা লেপ্টে আছে সেই সবুজ খেজুরে

১৬। কেউ দেখোনা কেউ দেখোনা ভালবাসা বন্দি করুম হাতের মুঠোয় আজ........ (চকলেট)


অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


