
দ্বিতীয় পর্ব নিয়ে হাজির । ছবি ব্লগগুলো রেডি করতে সময় লাগে আসলেই। তাই সরি। আজ কিছু দিলাম হয়তো আগামীকাল সময় পেলে আরও কিছু দেবো। ছবিগুলো এডিট করতে হয়েছে কিছুটা। এজন্য সময় লেগেছে। সময় করে এসে পরিচয় করে দেব। আজ তো অফিসের সময় শেষ প্রায়। অনেক কষ্ট করে আপলোড দিয়ে এবার এখানে আপ করলাম। তাড়াহুড়ার কাজ কিন্তু বেড়াচেড়া লাগে। আমারও তাই হয় বারে বারে। আমি বাপু আওলা ঝাওলা মানুষ । অগুছালো মানুষের কাছ থেকে সুন্দর গুছানো কিছু আশা করা গুঁড়ে বালি। মাফ কইরা দেইন যে।
এই ছবিগুলোও ক্যানন দিয়ে তোলা। রুমের ভিতরে ক্যামেরার ছবি প্লাসদিয়ে তুলতে হয়। প্লাস দিয়ে ভালো হয় ছবি কিন্তু আমার পছন্দ না। যাই হোক দেখতে থাকুন হাসিখুশি আনন্দ উপভোগ করা মুখগুলো। দেখলেই বুঝতে পারবেন কতটা আনন্দিত সবাই। আমি ঘুরে ফিরে ছবি তুলেছি । একজনের একাধিক ছবি এসেছে । কোনটা ভালো কোনটা মন্দ। সরি আবার। আচ্ছা এখন আসি।
২্। এটিএ, মোস্তফা ভাইয়া ও .............

৩। জাদিদ ভাইয়া ও ........

৪। এটিএম মোস্তফা ভাইয়া

৫। নীল আকাশ ও শাহিন বিন রফিক ভাইয়া

৬। হুমায়ূন ভাইয়া

৭। পিছনে আজাদ ভাইয়া ও মোকছেদ ভাইয়া

৮। উনাকে চিনি নাই

৯। জাদিদ ভাইয়া ও ......

১০। সকলে মিলিয়া গাহিবো গান

১১। হুমায়ুন ও আলমগির লিটন ভাইয়া

১২। কে জানি?

১৩। রাবেয়া আপি নীল আকাশ ও তানিয়া আপা

১৪। তানিয়া আপা লিটন ভাই ও হাবিব স্যার

১৫। মোহাম্মদ রাহীম উদ্দিন ভাইয়া

১৬। সবাই কী বলতে চায়....। হাহাহাহাহ

১৭। শিমুল ভাবী ও রাবেয়া আপি

১৮। রাবেয়া আপি ও শাকিল ভাইয়া

১৯। শিমুল ভাবী রাবেয়া বু

২০। এখানে লিটন ভাইয়া, চারু মান্নান, মীম ভাইয়া, সারথী দা, তুষার ভাইয়া

২১। তিতির আপুর সাথে উনাকে চিনি নাই

২২। ও মনিরা আপি কী দেখেন , বেচারার চুল পাকে নাই এখনো হাহাহাহা । ও নীল আকাশ

২৩। শাকিল, রাবেয়া বু আর নাজমা আপা

২৪। তিতির আপি, মনিরা আপি ও নীল আকাশ ভাইয়া

২৫। নীল আকাশ ও শাহিন বিন রফিক

২৬। মনিরা আপা তিতির আপা আর ডায়মন্ড ভাই

২৭। শাকিল ও রাবেয়া বু

২৮। কাওসার চেৌধুরী ভাইয়া ( দি হিরো)

২৯। নীল আকাশ ও শঙ্খচিল

৩০। ম্যাড ফর সামু

৩১। সেলিম ভাইয়া, শাকিল আর শাহিন বিন রফিক

৩২। নীল আকাশ ও শাহিদা তানিয়া আপা

৩৩। সৌরভ ভাইয়া

৩৪। আমাদের মহাকবি সেলিম ভাইয়া smile

আমি বুড়া মানুষ ফ্রান্স নাম মনে থাকে না। নামগুলো আবার কইয়া দিয়ুইন যে আমি এড করে দেবো তবে আজ সময় নাই সরি সরি সরি সরি ।
সর্বশেষ এডিট : ৩০ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:১৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




