
তৃতীয় পর্ব নিয়ে এলাম। বরাবরের মতই ব্লগারগণের হাসিখুশি মুখগুলো দেখতে পাবেন। কতটা আনন্দিত সবাই যারা যান নাই তারা দেখে বুঝতে পারবেন। দিন ছোট হওয়াতে মন খারাপ হয়েছিলো। দেখতে দেখতেই সন্ধ্যা হয়ে গেলো। ফিরে আসলাম । বাকী অনুষ্ঠান আর দেখতে পারি নি। অনেক ছবিতে দেখলাম সবাই আরও কত মজা করেছেন। যাই হোক যতটুকু পেয়েছি ততটুকুই আমার জন্য অথৈ।
অনেকেই আসতে পারেননি এবার । আগামীবার হয়তো আসবেন ইনশাআল্লাহ। দেখা হতে পারে আবার নাও হতে পারে। তবুও আশাবাদি আগামীবার আরও সুন্দর পরিসরে অনুষ্টানটি হবে এবং আমরা ব্লগাররা নির্মল আনন্দ উপভোগ করবো। নাম পরিচয় পরেও এড করতে পারি সমস্যা নেই। ছবিগুলো যদি পোস্ট না করি তবে আমার পিসি নষ্ট হয়ে গেলে মুছে যাবে। তাই এখানে দিয়ে রাখাই উত্তম মনে করলাম।
2. সৌরভ ভাইয়া আর সামু পাগলা ( রবিউল )

3. অয়ন আব্দুল্লাহ্, হামিদ আহসান,

4........
5. না মনে নাই

6. সৌরভ ভাইয়া

7. কাওসার ভাইয়া

8. নয়ন বিন বাহার

9. হামিদ আহসান, সুখী মানুষের হাসি আহা

10. নয়ন

11. রাগী বাবুটা কেরে হাহাহাহা

12. শাহিন বিন রফিক কাওসার ভাই.সায়িদ তারেক মাহমুদ ভাই. মাহবুব ভাই

13. উপ্রে কিতা ভাই..... কিতা দেখেন

14. চারু মান্না, ঈষাম ভাই আর কে কে?

15. কুহিনুর ভাই, কাওসার ভাই আর মোস্তফা ভাই

16. কাওসার ভাই আর মাববুব আজাদ ভাই (আজাদ ভাইয়ের ব্লগ লিংক কেউ পারলে দিয়েন তো একটু)

18. ঈষাম মাহমুদ

19. আপুনি টা, যার দুটো সোনার রাজকন্যা আছে আলহাদুলিল্লাহ

20. মনোযোগী দর্শক , এমন মুখ দেখলেই সুুখে মন ভরে যায়

21. কুহিনুর ভাইয়া

22. হাহাহাহাহা এত পিঠাখোর জীবনেও দেখি নি

23. হাহাহাহা মাইনসে ফুল বিনিময় করে এইভাবে আর এরা পিঠা বিনিময় করে হাহাহাহা খাদক গোষ্টি সব https://i.imgur.com/ltwHOUA.jpg
24. শালিক থুক্কু শাকিল আর বুবু

25.
26. মীম ভাইয়ার হাসি দেখলে বুঝা যায় রাজ্য জয় কইরালাইছেন হাহাহাহা

27. নাম না জানা ভাই। তাকে তুলতেছি কিন্তু এমন সময় কে জানি সামনে এসে দাড়ালো

28. আবার নাম ভুইলা গেছি হুহ

29. মীম ভাইয়া আপনি না কইলেন আপনার ফটো তুলি নাই ছ্যা ছ্যা এত বড় বদনাম আমার নামে থুক্ক খেলতাম না =

30. তানিয়া আপা, লিটন ও হাবিব স্যার

31. প্রামানিক ভাই কাওসার ভা সায়িদ তারেক মাহমুদ ভাই

32. মনোযোগী পাঠক থুক্কু দর্শক

33. হাহাহাহাহ সেলফি বাজ কন্যারা হাহাহাহা

34. .....................ঈষাম আর চারু মান্নান ভাই

মোড়ক উন্মোচন পর্বটা পরের পর্বে দিয়ে শেষ করবো ছবি ব্লগ। আল্লাহ হাফেজ ভাই ও বোনেরা।
সর্বশেষ এডিট : ১২ ই জানুয়ারি, ২০২০ দুপুর ২:৪৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




