
ময়মনসিংহর ঢাকুয়া গ্রামের ধলাই নদীর সকালের দৃশ্য।
©কাজী ফাতেমা ছবি
কুয়াশায় ঢাকা একটি সকালের গায়ে পা রাখবে কি?
আমায় নিয়ে হারিয়ে যেতে, মনে মনে কাছে ডাকবে কি?
জড়িয়ে নাও গায়ে কুয়াশা রঙ চাদর,
চমকে যাবে তুমি পায়ে ছুঁয়া লাগলেই শিশিরের আদর!
পূর্বাশায় সূর্য জেগে উঠার আগেই চলো জেগে উঠি
যত ক্লান্তি আলসেমী অযস্র ঘুমকে দিয়ে দাও ছুটি।
গাঁয়ের মেঠোপথ ধরে সম্মুখে আগালেই আছে নদী
যেথায় মুগ্ধতার ঢেউ উতলায় নিরবধি!
মাছের আঁশটে ঘ্রাণ নাকে নেবে, জলে পা ছুঁয়াবে?
জলের আয়নায় নিজকে দেখতে দৃষ্টি কী আলতো নুয়াবে?
যদি চাও আমি দিতে পারি তোমায় একটি স্নিগ্ধ প্রহর
যেখানে হাওয়ায় উড়ে সুখ সুখ মেঘ আর মুগ্ধতার লহর।
নদীর কূল ঘেঁষে যদি বসতে চাও খানিকটা সময়
যদি হতে চাও ক্লান্তি ভুলে.......... সুখেতে তন্ময়!
সাথে আছি, বসবো আলতো ঘেঁষে তোমার পাশে
শিশিররা হেসে উঠবে সুখে রোদ্দুরের আলোয়,
দৃষ্টি তাক রেখো দূর্বাঘাসে।
তোমাকে দেবো আমার একটি মুগ্ধতা ক্ষণ,
নেবে? যদি আসে মনের নাগালে এমন সুখ অনুক্ষণ?
তবুও কী বলবে বারবার ছেড়ে যাবে আমায়?
না কি এমন স্নিগ্ধতার আবেশ তোমায় এনে
আমার মনের উঠোনেই থামায়?
বলে দাও কানে ফিসফিস, কুয়াশার রঙের মতই ভালোবাসি
গাঁয়ের মেঠোপথের পাশে ফুটা বুনোফুলের মতই ভালোবাসি,
উড়ন্ত ধূলো বালি মাঘের শীত হাওয়ার মতই ভালোবাসি,
মাছের আঁশটে ঘ্রাণের মত আর শিরশিরানী শীতের মতই ভালোবাসি
শুনো-আমি তোমার শীতের এক কাপ ধোঁয়া উঠা কফি
আমি তোমার উষ্ণ চায়ের পেয়ালা, যাকে জড়িয়ে ধরলেই তুমি
আয়েসে চোখ বন্ধ করে বলে উঠবে ভালোবাসি, ভালোবাসি।
(৩১/০১/২০১৯)
সর্বশেষ এডিট : ৩১ শে জানুয়ারি, ২০২৩ দুপুর ১২:০৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




