©কাজী ফাতেমা ছবি
কি-যে মজা লাগছে আহা
ভিজে ভিজে অফিসপাড়া
তুমুল বৃষ্টি ঝমঝমাঝম
হয়ে উঠলো পাগলপাড়া।
টেংরা পুটি লাফাচ্ছে খুব
বৃষ্টির ফোঁটা পিচের পথে
মুগ্ধতা সব চোখের পাতায়
এই রে উঠলাম বৃষ্টির রথে।
বসন ভূসন সব একাকার
ভিজে নেয়ে কাঁদা জলে
চারিদিকে বৃষ্টির দখল
রাস্তা গেলো জলের তলে।
ভেজা পায়ে হাঁটতে হাঁটতে
চুপ ছুঁয়েছি বৃষ্টির ফোঁটা
গাছের নিচে ঝরে পড়া
পাপড়ি সহ ফুলের বোঁটা।
টুপুরটাপুর অবিরত
যাচ্ছে ঝরে বৃষ্টির ধারা
এমন দিনে ঘরে ফেরার
আজকে আমার নেই কো তাড়া।
ভিজতে চাইলে চলে এসো
ঠায় অপেক্ষায় আছি সুজন
মনের মাঝে বাজছে হরদম
সুরের পাখির কুহু কুজন।
খুব আরামে কাটাবো দিন
বৃষ্টির ছায়ায় আজকে আমি
এমন প্রহর সুখে থাকার
আল্লা'র রহমত খুবই দামী।
২।
ছাতা মাথায় হাঁটছি পথে
বৃষ্টির ছিটা লাগলো গায়ে
জলে ভিজে জবুথবু
ভাসছি যেন বৃষ্টির নায়ে
পিচের রাস্তায় বৃষ্টির ফোঁটা
পড়ছে বৃষ্টি তালে তালে।
উড়ে এসে বৃষ্টির ছোঁয়া
লাগলো আমার নাজুক গালে।
খুব আনন্দ মনের ভিতর
আজ ভেজালো আমায় বৃষ্টি
বৃষ্টির ছাটে শান্তি দেহে
মনে হলো সুখের সৃষ্টি।
ভেজা জামায় আছি বসে
অফিসপাড়ায় ব্যস্ত কাজে
থিরিথিরি কাঁপছি শীতে
ঠান্ডা বুকের ভাঁজে ভাঁজে।
যাক কেটে যাক দিনটি এমন
ঝরুক আরও বৃষ্টি জোরে
থাকবো আমি বৃষ্টি নিয়ে
অদ্ভুত অলীক সুখের ঘোরে।
৩।
হাত বাড়িয়ে বৃষ্টি ধরি
সুখ শিহরণ মনে
ভিজবে নাকি বৃষ্টির ধারায়
তুমি আমার সনে?
অফিস কর্ম যাক বৃথা যাক
চলো ভিজি সুখে
ব্যস্ততা সব যাও ভুলে যাও
দিবো মন্ত্র ফুঁকে?
এসো পাশে ধরো ছাতা
মাথার উপর তুমি
আর করো না তুমি বাপু
ভুলে গুয়ার্তুমি।
বিজলি চমকানো দিন নয় সে
পড়ে নাকো ঠাটা
ইচ্ছের মাঝে দিয়ো না আর
ফেলে কষ্টের ভাটা।
একটু না হয় লাগবে ঠান্ডা
যত্ন নেবো রাতে
এই চলো না ভিজি চলো
তুমি আমার সাথে।
২৩/০৫/২০১৮