
©কাজী ফাতেমা ছবি
ভালোবাসা ছড়াক ত্বরা
হোক সংক্রামক চারিদিকে
সবার মনে ভরুক রঙে
না থাকুক মন একটু ফিকে।
ভালোবাসার তারে তারে
মিহি সুরে বাজুক বাঁশি
মুখটিজুড়ে থাকুক জুড়ে
মিষ্টি মধুর আলতো হাসি।
সুখ অসুখে স্বস্তি থাকুক
সবার বুকে একটুখানি
উচ্ছ্বলতায় কাটুক সময়
না থাকুক আর কষ্ট গ্লানি।
'আলহামদুলিল্লাহ্' হোক বলা হোক
সুরে সুরে সবার মুখে,
বিতৃষ্ণাদের দূর তাড়িয়ে
শান্তি থাকুক সবার বুকে।
ভালোবাসা দিলাম ছুঁড়ে
লুফে নিয়ো দরাজ দিলে
বুকের বামে রেখে দিলে
দেখবে কত শান্তি মিলে।
নেয়ামত সে আল্লা' তা'লার
এই দুনিয়ায় সুস্থ থাকা
তাঁর নামেরই তছবি হরদম
হোক না তবে মনে আঁকা।
হাঁটতে বসতে চলতে ফিরতে
কখনো তাঁরে ভুলো নারে
সুখ উপহার দিবেন তিনি
ইহকালে....পরপারে।

২।
দরজা খুলে দেখে নিয়ো
ফুল উপহার আছে বন্ধু
শান্তি আসুক মনে তোমার
বারো নদী তেরো সিন্ধু।
মন দানিতে রেখে দিয়ো
যদি তোমার লাগে ভালো
ঘরের শোভা ঠিক ফিরাবে
চারিদিকে মিহি আলো।
ঘ্রাণ ছড়ানো একটি প্রহর
তোমার নামে দিলাম সখা
স্বস্তি মনে ভাসাও তুমি
ব্যস্ততার এক আজব নৌকা।
ফুরফুরে মন ভালো থাকুক
যেমন সজীব একটি গোলাপ
তোমার নামের চিঠি পড়ো
আবোল তাবোল পাগল প্রলাপ।
বারো তেরো রক্ত গোলাপ
তোমার দ্বারে রাখলাম সুজন
মনে তোমার বাজুক সুখের
কোকিলের সুর কুহু কুজন।
আসুক ফাগুন মনে তোমার
যাক ভেসে যাক চৈত্রের খরা
গোলাপ ফুল আর চিঠির খাম'টা
নিয়ে যাবে মেঘ হরকরা।
ভালো যদি একটু বাসো
উত্তর দিয়ো- অপেক্ষাতে
আর রেখো না তুমি বন্ধু
এই আমাকে উপেক্ষাতে।
(০৮-১১-২০১৮)
সর্বশেষ এডিট : ০৪ ঠা জুলাই, ২০২৩ বিকাল ৪:১৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




