
©কাজী ফাতেমা ছবি
ফুরিয়ে যাওয়া জীবনজুড়ে কত ইচ্ছের লুটোপুটি,
ঝুটঝামেলার জীবনে রোজই ইচ্ছেদের দিতে হয় ছুটি,
আমি তো টোপা পানার মত ভাসতে চাই জলের উপর,
আমি মাথায় পরতে চাই রোজ বৃষ্টির টোপর।
খেয়ালীপনায় কাটাতে চাই আজ অথবা কাল
আজ’ও আসে না, না আসে কাল
ব্যস্ততার সাথে আর মিলে না তাল;
হন্যে হয়ে রোজ অবসর খুঁজি,
দিন ফুরিয়ে রাত, স্বপ্ন ছুঁতে বালিশে মাথা গুঁজি।
আমি তো ভোরের শিউলীর ঘ্রাণ নিতে চাই নাকে,
ভেজা ঘাসে পা রেখে একাকি
কিছু মুগ্ধতা জমাতে চাই মনের তাকে,
আমি তো দূর্বাঘাসে পা রেখে হাঁটতে চাই অনন্ত পথ,
নিতে পারি না আর হুটহাট চলে যাওয়ার শপথ।
আমি কেন এত ব্যস্ততা ধরতে সময়ের সিঁড়ি বাইবো
আমি তো চাই ফুরফুরে সময়,
আমি আপন মনে গান গাইবো
হয় না কিছুই, আমি গেলাম বুঝি ফেঁসে এই,
মাঝে মাঝে হারিয়ে ফেলি জীবনের খেই।
আমি চেয়েছি স্বচ্ছ জল দীঘিতে হাঁসের মত কাটতে সাঁতার
আমি কেন তাকালেই দেখি নিথুয়া পাথার,
আমি নজরুলের কবিতার সুর বাজাতে চেয়েছিলাম মনে,
আমি হুমায়ূনের গল্পে মন ডুবিয়ে কাঁপতে চেয়েছি সুখ শিহরণে।
আমার ঘাড়ে কেন এত পেরেশানি আসলো হেঁটে,
পাচ্ছি না সুখের কূল এই জীবন ঘেঁটে,
আমার কেন এত ব্যস্ততা,
আমি তো লিখতে চাই কবিতার ছন্দ
জীবন সহসা বাঁধিয়ে দিল একি দ্বন্দ্ব।
(২৯-০৮-২০২২)
সর্বশেষ এডিট : ২৯ শে আগস্ট, ২০২৩ দুপুর ১২:১০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


