
©কাজী ফাতেমা ছবি
এই বন্ধু.... আমি কি ঝরা ফুল, তোমার মন বৃক্ষের?
আমি কি তুচ্ছ, ধুলোয় মিশিয়ে দিতে চাও আবেগ!
ভালোবাসার রঙ বদলে হয়ে গেলো রক্তিম, হৃদে রক্তক্ষরণ;
বড় নিঃশ্বাস টানি বিষাদের আর তুমি কি না অবহেলার চোখে তাকাও!
এই বন্ধু.......আমি কি ঝরা পাতা, তোমার মনের ডালের?
বিরহের ঝাঁকি দিয়ে ঝরাও আমায়
তুমি শুকনো পাতায় হেঁটে যাও, বাজাও মর্মর নূপুর,
হৃদয়ের ব্যথা উড়ে হাওয়ায়, আর তুমি কি না করো না এক বিন্দু অনুভব!
এই শোন... আমি কী চুপসে যাওয়া ফুল, তোমার মনদানির?
প্রেমের জল দাও না ঢেলে,
পারি না যে উড়তে পাপড়ির ডানা মেলে,
চুপসে যায় প্রেমফুল, তুমি ছুঁড়ে ফেলো ডাস্টবিনে,
এই আমি যে হারিয়ে যাবো, উঠে না মনে বিরহের কাঁপন?
এই বন্ধু, আমি কি ডানা ভাঙ্গা পাখি, তোমার মন পিঞ্জরের?
গুনগুনিয়ে তুলি প্রেম সুর, ডানা ঝাপটাই, দেখো না অল্প ফিরে!
রক্তাক্ত মন, যেমন রক্ত জবা, যেমন গোধূলীর আকাশ
পিছু ফিরে দেখো অথচ বলো না ভালোবাসি,
মনের রঙ সেই বিবর্ণ রয়ে যায়।
এই শোন..... আমি কী মরিচিকায় আচ্ছ্ন্ন লোহার তাক,
কেবল বিষাদ রাখো জমিয়ে?
নরম হাতে করো না জরাজীর্ণতা পরিচ্ছন্ন,
বিরহের মাকড়শা এসে বুনলো জাল,
আর তুমি কিনা মন দেরাজ রাখো বন্ধ হরপল।
এই বন্ধু, আমি ঝরে যাওয়া রক্ত জবা, ঝুমকো জবা, তোমার মন বৃক্ষের?
বিতৃষ্ণা দাও বলেই যে ঝরে যাই,
অথচ তুমি সবুজ পাতা হয়ে মন সতেজতায় ভরতে পারতে
তা না, তুমি কেবল রুষ্ট চোখে তাকিয়ে জ্বালিয়ে দাও মন,
অবশেষে আমি ঝরা ফুল, যত সুখ ইচ্ছে, প্রেম, ভালোবাসা
সব নিমেষেই ধুলোয় যায় মিশে।
(১২-১০-২০২১)
সর্বশেষ এডিট : ১২ ই অক্টোবর, ২০২৩ বিকাল ৪:১৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



