
©কাজী ফাতেমা ছবি
=তেমনই রয়ে গেলে=
সময়ের চাকায় পিষ্ট তুমি আমি, নিয়ম করে ভুলে যাই;
নিত্য নৈমিত্তিক কাজের ফাঁকে কখনো উঁকি দিয়ে যাও
আবার ভুলে যাই; খুঁজিনি তোমায়, প্রয়োজনহীন তুমি
অথবা তোমার কাছে আমি প্রয়োজনহীন;
কেবল ব্যস্ততার নায়ে পা রেখে আমরা আগাই সম্মুখে।
স্মৃতিঘরে কত স্মৃতিই ভাঁজ করে সাজিয়ে রেখেছিলাম
কত কথার সুর ঝংকার কত আকুতি
কত ভালোবাসায় মুড়ানো সময়গুলো বয়ে যায়
সময়ের স্রোতে, কে-বা পড়ে থাকে স্মৃতি আঁকড়ে!
হয়তো তোমার স্মৃতিঘর ফাঁকা পড়ে আছে
তুমি ঝাড়পোছ দিয়ে মুছে দিয়েছো
আমাদের প্রজাপতি সময়গুলোর সুখ রোমন্থন ক্ষণ।
আজ আমার বিষণ্ণ ক্ষণ, ঘুণে খাওয়া মন,
ঔদাসিন্যতার বুকে মাথা রেখে ভাবছি কেবল তোমাকেই,
আর ঘুরে ফিরে স্মৃতিগুলোর ভাঁজ খুলে নিচ্ছি ঘ্রাণ;
পুরোনো স্মৃতির ঘ্রাণ তুমি কী কখনো নাকে টেনেছিলে?
আহ্ নাক টেনে ভেসে যাই সুখের হাওয়া ।
কেমন করে জানি তোমাকে এবেলা কাছে পেয়ে যাই
সেই আগের তুমি, যেমন ছিলে ঠিক তেমনই রয়ে গেলে
গোয়ার্তমি একঘেঁয়েমী স্বভাব,
আমার পাশে আজও কাউকে সহ্য নয় তোমার,
স্বার্থপর ভালোবাসা আমাকে কাছে টেনে নেয় ফের।
কত বায়না ধরতে তখন, এখনো ঠিক তাই....
সময় বড় অচেনা আজ,, তুমি তোমার জায়গায় স্থির
আমি আমার জায়গায় অস্থির, বুকে স্মৃতির ঢেউ থেমে গেলে
ভুলে যাবো ফের তোমায়, তুমিও ভুলবে আমায়;
মোহাবিষ্ট ক্ষণ থাকে না বেশীক্ষণ ছুঁয়ে।
মায়াজালে আবদ্ধ নাইবা হলাম আর, টুটে যাক বাঁধন সব
মায়াজাল ভেদ করে শুদ্ধতার উর্ধ্বে উঠি চলো...
সোপানে সোপানে থাকবে না কোনো কাঁটা
চলো সময়ের হাত ধরে আবার আমরা হারিয়ে যাই
যে যার মত করে দূরে কোথাও
কেউ যেনো আর খুঁজে না পাই আর কাউকে।
অনুভূতিগুলো পুড়াক আমাদের, তবেই বুঝবো ভালোবাসি।
(০৯-০৬-২০১৯)
সর্বশেষ এডিট : ০৯ ই জুন, ২০২৪ বিকাল ৪:২৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



