
বলি মাঝে মাঝে রোমান্টিক হওয়া যায় তো,
মনের তারে বাজিয়ে দাও ভালোবাসার সুর
ভালোবাসি বল, শুনতে মন চায় তো,
এই, তোমার মন উঠোনে বুঝি বারোমাসি চৈত্র রোদ্দুর?
এই শুনো না, অকারণে এক ঝুড়ি ফুল দেবে
টকটকে লাল গোলাপ, একটা বেলীর মালা?
কাউকে সুখী করা কী যে আনন্দের
সে আনন্দ নেবে? দেখো ভেবে!
এই, একটি দুপুর দেবে, দেবে একটি ফুলেল প্রহর
বিকেল দিতে পারো, দিতে পারো গোধূলি
মন উঠোনে বইয়ে দিতে পারো ভালোবাসার লহর,
শুনো না, আমরা কি রোমান্টিকতায় কাটাতে পারি না
এই দিনগুলি?
ফুল দাও, মন নাও
ঘ্রাণে মাখা প্রহর দাও
দাও সন্ধ্যার আলোছায়ায় ক্যান্ডেল নাইট কফি প্রহর
প্রেম আলোকসজ্জ্বায় ভরে দাও মন শহর।
এমন নিম উচ্ছে প্রহর আমার চাই না, প্রহরগুলো মিষ্টি করো
চাই না বিতৃষ্ণা থাকুক ঠোঁট ছুঁয়ে,
মনে আমার, ভালোবাসার ইমারত গড়ো,
এই শুনছো? মনের ক্ষেতে দাও প্রেমের চারা রুয়ে।
একটি ভোর দেবে আমায়, শিশির ভেজা ভোর
আমার চোখে লাগাও ভালোলাগার ঘোর,
একশত দুই গোলাপ দিয়ো উপহারে আমায়
কিছু প্রেম প্রেম মুহূর্ত দাও তুলে জীবন নামায়।
©কাজী ফাতেমা ছবি
১১/১২/২০২৩
সর্বশেষ এডিট : ০৮ ই ডিসেম্বর, ২০২৪ দুপুর ১২:০৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



