
ভাসবে অথৈ নদীর জলে, অথবা বসবে নদীর কিনারে
দেখবে সূর্য ডোবা?
যেখানে এলোমেলো হাওয়া বয়,
বসবে আমায় নিয়ে একদিন, খোলা আকাশের নিচে?
এত হাউকাউ, এত চাহিদার ব্যাপ্তি ভাল্লাগে না,
কিছু নির্ভেজাল সময় আমায় দাও;
আমি তোমায় গোধূলিয়া দেব, নেবে?
চলো নদীর পাড়ে আজ।
একটি সন্ধ্যা কিনবে, মুগ্ধতার দামে?
যে সন্ধ্যার আকাশে মেঘ লাল
যে সন্ধ্যার বুকে রক্তিম মেঘ ছুঁয়ে আছে আঁধার
সে আঁধারে ভেসে ডুবে আমরা শেষে
ফিরে আসবো আপন নীড়ে, যাবে?।
যে আকাশে নীড়ে ফেরা পাখিদের দল
উড়ে ঘুরে, টুপ করে গিলে ফেলে ফড়িং
সে আকাশে রাখবে কী চোখ
দেখবে আকাশের রঙ বদলায় কেমন করে রোজ?
এখানে দীর্ঘশ্বাস ছাড়া কী আর পাই!
দাও আমায় একটি বিকেল'
ইচ্ছে করে ভাসি বিকেলের তরীতে নদীর মধ্যিখানে
ফেনিল ঢেউয়ে ভেসে দেখি সূর্যটা কী করে যায় ডুবে।
মন বড় উতলা আজ, কাজে বসে না মন
ইচ্ছে করে আকাশের কাছে যাই
নদীর কাছে বিলিয়ে দিই দুঃখ সুখ যত,
নিয়ে যাবে এই গোধূলীর সন্ধ্যায়, যাবে?
©কাজী ফাতেমা ছবি
১৩-০৫-২০২৪
নীল আকাশের প্রান্ত ছুঁয়ে-১০
সর্বশেষ এডিট : ১৩ ই মে, ২০২৫ বিকাল ৪:০৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




