
=এই আকাশটা চেনা আমার, এই আকাশটা চেনা=
এই আকাশটা চেনা আমার, এই আকাশটা চেনা
এই আকাশটা আমার কিন্তু, সুখের দামে কেনা
এই আকাশটা চেনা।
পেঁজাতুলো মেঘের সারি, স্বপ্ন যেনো বোনা
ভাসছে দেখো আকাশ জলে,মেঘের ছানাপোনা
এই আকাশটা চেনা!
ধানের ক্ষেতের প্রান্ত ছুঁয়ে, মেঘের আকাশ খানা
ইচ্ছে আমার আকাশ নীলে, মেলে দিতে ডানা,
এই আকাশটা চেনা!
জলে ভেজা ক্ষেতের আলে, ঘাসের বিছানা
কাদাজলে কাটছে সাঁতার, কোলা ব্যাঙের ছানা,
এই আকাশটা চেনা!
জলের আয়নায় আকাশটা যে, জল তরঙ্গ বীণা
এই আকাশটা আমার বাপু, শান্তির দামে কেনা,
এই আকাশটা চেনা।
গ্রীষ্ম বর্ষা শরত বলো, আকাশ সুখ ঠিকানা
এই আকাশটা সবার কিন্তু, নেই মালিকানা
এই আকাশটা চেনা।
©কাজী ফাতেমা ছবি
০৩-০২-২০১৯
নীল আকাশের প্রান্ত ছুঁয়ে-১(আকাশ ভালোবেসে)
নীল আকাশের প্রান্ত ছুঁয়ে-২ (আকাশ ভালোবেসে)
নীল আকাশের প্রান্ত ছুঁয়ে-৩ (আকাশ ভালোবেসে)
আকাশের প্রান্ত ছুঁয়ে-৪ (আকাশ ভালোবেসে)
নীল আকাশের প্রান্ত ছুঁয়ে-৫(আকাশ ভালোবেসে
নীল আকাশের প্রান্ত ছুঁয়ে -৬(আকাশ ভালোবেসে)
নীল আকাশের প্রান্ত ছুঁয়ে -৭(আকাশ ভালোবেসে
নীল আকাশের প্রান্ত ছুঁয়ে -৮(আকাশ ভালোবেসে)
নীল আকাশের প্রান্ত ছুঁয়ে -৯(আকাশ ভালোবেসে)
সর্বশেষ এডিট : ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৪:৪৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




