
যখন তোমার বান্দা অহঙ্কারী হয়, তুমি তো তা দেখ,
কী শাস্তি আমার পাওনা হিসাবের খাতায় লেখ;
আমি হারাই পথের দিশা,
জীবনে নেমে আসে সহসা অমানিশা।
কখনো দাও রোগ বালাই,
কষ্টে ভোগে প্রার্থনায় তোমারেই জ্বালাই;
তোমার করুণা হয় ফের
প্রভু অবশেষে তুমিও করো বিপদ হতে বের।
আবার ভুলি তোমার দয়ার কথা,
অহমে মন গুঁজি অযথা
দুনিয়া আমার বলে, মনে মনে করে ফেলি চিৎকার
বাড়ে মোহের প্রতি মায়া, মোহকেই করি সতকার।
ভুলে যাই রব তোমার নিয়ামত অচিরেই
সব দয়া, সব করুণাও ভুলি ধীরেই;
তুমি সব দেখ, তুমি তো অন্তর্যামী
কিছুদিন হয়তো সয়ে নাও পাগলামি।
একদিন উড়ে এসে বিপদ বসে ঘাড়ে
আমি বড় বিপদে রব, তুমি ছাড়া আর বলি কারে,
প্রার্থনায় রাখি মন
তোমাকেই করি হরদম স্মরণ।
তুমি দয়াশীল, করুণাময়, কেবল তোমার রহম চাই
তুমি ছাড়া বিপদের বেলা কেহ আমার নাই,
বিপদ হতে করে দাও পার ও বিশ্ব বিধাত্রী
আমি যেন অচিরেই হয়ে যাই তোমার প্রিয়পাত্রী।
©কাজী ফাতেমা ছবি
২২/০৫/২০২৩
সর্বশেষ এডিট : ২২ শে মে, ২০২৫ বিকাল ৪:১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


