
তুমি বিষণ্ণ খুব, বসে আছো একাকি
অথবা দাঁড়িয়েছো শান্ত নদীর ধারে?
মন কী তোমার বিমর্ষ খুব?
তবে আমায় করো স্মরণ, দাঁড়াবো পিছন
শান্ত করে দেব মন তোমার।
আমরা অতীত গল্প ডহরে ডুব দেবো;
কে কোথায় কোন সুখ কুঁড়িয়েছি কেমন করে
একে একে সাজাবো বর্তমানের তাকে তাকে;
কখনো সুখে হাসব, কখনো লুটিয়ে পড়বো দুঃখের স্রোতে।
তোমার কী আজ মন মন্দ, একা লাগছে বড়?
তুমি কাঁদছো নাকি, তা কী করে হয়
ছেলেরা তো কাঁদে না, তবে কী তুমি বিষাদের জলে কাঁটছো সাঁতার
আমাকে ডেকো তবে কাছে, আমি মন করে দেব ফুরফুরে।
আমরা গল্প করবো জীবনের,
ভুল শুদ্ধগুলো মনের খাতায় তুলবো একে একে
সময়ের ইরেজারে ভুল মুছে শুদ্ধ করে নেব মন;
এক কাপ চা হাতে নিয়ে দীর্ঘ এক নিঃশ্বাস ছেড়ে বলবো
এই তো বেঁচে আছি সুখে।
তুমি কী খুব কষ্ট পাচ্ছো কোন কারণে?
বিতৃষ্ণা জমেছে মনের ঘরে?
ভালো না লাগায় আচ্ছন্ন তুমি
তুমি কল দিয়ো মুঠোফোনে, শত ব্যস্ততা এড়িয়ে আসবো
ভুলিয়ে দেব সকল যন্ত্রণা।
আমরা দুজন সময়কে ভালোবাসবো
অল্পতেই সুখী হবো, চাহিদাকে টেনে ছোট করবো
সমঝোতায় মন সাজাবো,
তবে কী সুখরা এসে দেবে না ধরা? বলো দেখি।
©কাজী ফাতেমা ছবি
২৮-০৫-২০২৪
সর্বশেষ এডিট : ২৮ শে মে, ২০২৫ বিকাল ৩:৫০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




