আজ গ্যাস লাইন, কাল বিদ্যুত লাইনের গর্ত
পরশু জলের পাইপ, চলছে কর্ম স্বতস্ফূর্ত।
আজ ফুটপাত হবে ঠিক
তো কাল গ্যাস লাইন করেছে লিক।
রাজপথ তুই শান্তিতে থাকবি, শান্তিতে থাকাচ্ছি আজই
তোর বুক খুঁড়ে করবো টেন্ডারবাজি,
বাড়ুক ভোগান্তি
পকেট গরম- আমার শান্তি।
লোকজনে তো নানা কথা কয়, কার কী তাতে!
আসুক বৃষ্টি, ডুবুক পথ, কড়িতে পকেট ভরুক এ খাতে
কোথায় কাটতে হবে, কোথায় ভাঙ্গতে হবে, ঘুরে দেখি
চ্যালা ফ্যালা আছে যারা...... আসল নয় কেউ, মেকি।
দুযোর্গ আসুক ধেয়ে, রাস্তা কেটে করবো খানাখন্দ
ভাসুক শহর বন্যায়, আমার কী, আমার তো আনন্দ
আমি টেন্ডারবাজিতে রেখেছি মন
পকেট ফুলে ফেঁপে টুইটুম্বুর, আহা বুকে সুখ শিহরণ।
বাদ যাবে না শহরের অলিগলি
খোঁড়তে যদি না পারি..... ম্যানহোল খুলতে বলি
বালতি ভরে বেহুদাই জল তুলি
এসব কর্মে আমি প্রায়ই সততা ভুলি।
নষ্ট হোক সরকারের কড়ি
আমার জন্য এসব অপকর্ম সুখের বড়ি,
দেখি অন্য শহরের অন্য রাজপথ খুঁড়তে- পটাতে পারি কিনা
শহর সাজানোর পরিকল্পনা তো আমার নেই....
আমি বাঁচি না কড়ি বিনা।
©কাজী ফাতেমা ছবি
০৩-০৭-২৫