
বুঝি না!কেন ফালতু কর্মে ডুবিয়ে দেই মন
এক নিমেষেই মোহ জগতে করে ফেলি ভ্রমণ
স্ক্রল টেনে টেনে পার হয়ে যায় সাত সমুদ্দুর তেরো নদী
থেমে যাই না, ইশ মোহের দিশা আরও পেতাম যদি।
কত কাজ ফেলে মোহের পিছে ঘুরি দিনভর
কাটি সাঁতার বন্ধ চোখে, এই দুনিয়া আমার সুখ সরোবর
বয়স যায়, সময় টেনে ধরে তবুও বসে থাকি ঠায়
ভাসতে থাকি সুখ সমুদ্দুরে, হাত রেখে দেই মোহ বৈঠায়।
অতঃপর সময় ফুরোলেই বাস্তবে ফিরে আসি
তখন একটু আধটু আল্লাহকে ভালোবাসি,
বিতৃষ্ণার ছায়ায় বসে বলি শুধরাতে চাই,
আল্লাহর ইবাদতে করতে চাই মনোনিবেশ, সময় তো বেশী নাই!
প্রার্থনায় বলি ও রব তোমার ইবাদত করার তৌফিক আমায় দাও
মন হতে দুনিয়ার মোহ ভাসিয়ে নিয়ে যাও
শুদ্ধ করে পড়তে চাই পাক কোরআনের বাণী
ও মাবুদ গো মোহ হতে আমায় তুলো টানি।
কই, শুধরানো হলো না আর, মোহ নিয়ে আছি, সময় করি অপচয়
তবুও তো আশা রাখি রবের কাছে, মন শুধরাবে নিশ্চয়
একদিন মোহ ভুলে পরকাল নিয়ে ভাববো,
পরকাল নিয়ে লিখবো অজস্র কাব্য।
করে নিয়ো কবুল প্রভু আমার মোনাজাত
নামাজে বসে এই উঠালাম হাত
পাপ হতে আমায় দিয়ো নাজাত
এই ফুলেল সময়গুলো যেন না হয় আর বেহাত।
©কাজী ফাতেমা ছবি
০৯-০৭-২০২৩
সর্বশেষ এডিট : ০৯ ই জুলাই, ২০২৫ বিকাল ৫:০৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




