পৃথিবীর সবকিছুই নির্দিষ্ট নিয়ম মেনে চলে,যুক্তির বাইরে কিছু নয় ,হয়ত আমরা ভুল ভাবে ব্যাখা করি ।
যেমন ,রাতে গাছের নিচে শুলে কার্বন ডাই অক্সাইডের কারণে শ্বাস নিতে সমস্যা হয় । কিন্ত প্রাচীনকালে মানুষ তা জানত না ,তারা ভাবত কেউ হয়ত তার গলা টিপে দিচ্ছে । যেহেতু কাউকে দেখা যাচ্ছে না তাই সত্ত্বাটা অদৃশ্য ।
এবং কেবল রাতের বেলা এমন হয় বলে ,তারা এভাবে ভাবে যে ,অদৃশ্য সত্ত্বাটা কেবল রাতের বেলা জেগে উঠে । সে হয়ত খারাপ তাই শুধু শুধু গলা টিপে । আবার ভাবে ,এক্তু দূরে থাকলে তো আর গলা টিপে না ! তার মানে তার এরিয়ায় অন্য কার উপস্থিতি সে পছন্দ করে না ব্লা ব্লা ব্লা ......
এজন্যই বলা হয় ,অল্প বিদ্যা ভয়ঙ্করি । মানুষ ছাড়া অন্য কোন প্রাণী প্রকৃতি নিয়ে চিন্তা করে না বা করার মত সামর্থ্য নেই বলে তাদের মধ্যে ভুত-জ্বীন ,ঈশ্বর-শয়তানের অস্তিত্ব নেই ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



