জামালপুর থেকে আসা, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী অবন্তি দেব সিথি। মায়ের অনুপ্রেরনা নিয়ে গান গাইতে শুরু করে এখন এসেছে ক্লোজ আপ ওয়ান এর শীর্ষ ৩০-এ। পরিচয় হওয়া যাক সিথির সাথে-
ক্লোজ আপ ওয়ানঃ গানের শুরু কবে থেকে?
সিথিঃ ছোটো বেলা থেকেই গান গাওয়া শুরু।
ক্লোজ আপ ওয়ানঃ কি ধরণের গান করতে পছন্দ করেন?
সিথিঃ সব ধরনের গান ই আমি গাই, তবে আধুনিক গান গাইতে আমি বেশি পছন্দ করি।
ক্লোজ আপ ওয়ানঃ বিচারকদের নিয়ে আপনি কিছু বলতে চান?
সিথিঃ ছোটবেলা থেকেই আমি উনাদের খুব পছন্দ করি। বিচারকদের তিনজনই শীর্ষ অবস্থান নিয়ে আছেন নিজ নিজ স্বকীয়তায়। তাঁদের প্রত্যেকের ভালোগুলো আমি নিজের মধ্যে নিতে চাই এবং সেগুলো ধারণ করে নিজের স্বতন্ত্র পরিচয়ে এগিয়ে যেতে চাই। আমার সবচে বড় পাওয়া হছে এখনো পর্যন্ত আমি কারও কাছ থেকে কোন খারাপ কমেন্ট পাইনি।
ক্লোজ আপ ওয়ানঃ আপনি কতটা জনপ্রিয় সবার মধ্যে?
সিথিঃ এখানে এসে আমার শিস বাজানোটা অনেক জনপ্রিয়তা পেয়েছে। সবাই আমাকে এখন শিস বাজিয়ে ডাকে।
ক্লোজ আপ ওয়ানঃ ক্লোজ আপ ওয়ান হয়ে গেলে আপনি কি করবেন?
সিথিঃ মাঝখানে অনেক দিন ধরে আমার গানের চর্চা ছিল না। ক্লোজ আপ ওয়ান হয়ে গেলে আমি খুব ভাল করে গান শুরু করব। গানটাকে আরও অনেক অনেক বেশি করে রপ্ত করব যাতে নিজেকে একটা ভাল জায়গায় নিয়ে যেতে পারি।
ক্লোজ আপ ওয়ানঃ ক্লোজ আপ ওয়ানের পরের পরিকল্পনা কি?
সিথিঃ ক্লোজ আপ ওয়ান হলে দেশের জন্য ভালো কিছু করতে চাই। গানের মাধ্যমে বাংলাদেশ কে পৃথিবীর মধ্যে ভাল একটা পরিচিতি এনে দিতে চাই। সাধ্যমত চেষ্টা করে যাব দেশের জন্য ভালো ভালো কাজ করে দেশকে এগিয়ে নিতে।
ক্লোজ আপ ওয়ানঃ এখন পর্যন্ত ক্লোজ আপ ওয়ান এ যারা এসেছেন তাদের মধ্যে আপনার পছন্দ কাকে?
সিথিঃ আমি সোনিয়া আপুকে খুব পছন্দ করি। তার গান আমার খুব ভাল লাগে। সনিয়া আপুর একটা কিছু আছে যা আমাকে বেশ টানে।
ক্লোজ আপ ওয়ানঃ ক্লোজ আপ ওয়ান দর্শকদের জন্য কিছু বলুন।
সিথিঃ যদি আমার গান আপনাদের ভাল লাগে তাহলে আমার সপ্ন পূরণ করার জন্য অবশ্যই আমাকে ভোট করবেন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



