জামালপুর হতে আসা টুটুল এখন “ক্লোজ আপ অয়ান-২০১২” এখন শীর্ষ-৩০ এ। চলুন জেনে নেওয়া যাক তার জীবনের কিছু অজানা কাহিনী।
ক্লোজ আপ ওয়ানঃ এখন কি করছেন?
টুটুলঃ এখন আমি এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা পাশ করেছি। গানকে আমি প্রধান পেশা হিসেবে নিতে চাই। তাই ভবিষ্যতে গান নিয়ে পড়াশোনার ইচ্ছা আছে।
ক্লোজ আপ ওয়ানঃ ক্লোজ আপ ওয়ান আপনার স্বপ্ন পূরণে কতটুকু সাহায্য করেছে?
টুটুলঃ অনেক। আমি ভাবতে পারিনি যা ক্লোজ আপ ওয়ান আমাকে এতবড় একটা প্লাটফর্ম দিবে। তাই এটি অনেক গুরুত্বপূর্ণ।
ক্লোজ আপ ওয়ানঃ এখানে কেমন লাগছে?
টুটুলঃ ভাল। এখানে ভাল লাগছে। সবাই খুব সহায়ক। এখানে এসে আমি নিজেকে অনেক গর্ববোধ করছি।
ক্লোজ আপ ওয়ানঃ গান কোথা হতে শিখলেন?
টুটুলঃ আমি জামালপুরে গান শিখেছি শিশু একাডেমী হতে।
ক্লোজ আপ ওয়ানঃ কোন ধরনের গান গাইতে পছন্দ করেন?
টুটুলঃ সব ধরনের গান গেতে ভাল লাগে। কিন্তু আধুনিক গান গাইতে স্বচ্ছন্দ বোধ করি।
ক্লোজ আপ ওয়ানঃ একটা কথা প্রায়ই শোনা যায় যে, ক্লোজ আপ ওয়ানের শিল্পীরা ক্লোজ আপ ওয়ানের পরে হারিয়ে যায়? কেন?
টুটুলঃ আমি জানিনা কেন। আমি চেষ্টা করব আমি সেই প্লাটফর্ম ধরে রাখার;
ক্লোজ আপ ওয়ানঃ বিচারকদের মধ্যে কার ধরনের গান ভাল লাগে?
টুটুলঃ সবাইকে ভাল লাগে। কিন্তু পার্থদার কথা আলাদা ভাবে বলতে চাই।
ক্লোজ আপ ওয়ানঃ দর্শকদের জন্য কি বলবেন?
টুটুলঃ আমার আপনাকে সবসময় ভাল গান উপহার দিতে চাই। এজন্য দরকার আপনাদের ভালবাসা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



