//আপনি একজন সাধারন ব্লগার
আপনার লেখা সরাসরি প্রথম পাতায় ক্রমানুসারে প্রকাশিত হবে। আর সম্পাদকের বিবেচনা সাপেক্ষে তা সংকলিত পাতায়ও প্রকাশ হতে পারে।//
কিছুদিন আগে, একজন ফ্রেন্ডে এর ফেসবুক সেয়ারে সামু বাংলা ব্লগ দেখে অবাক আর সেই সাথে আনন্দিত হয়েছিলাম এই ভেবে যে এবার সুন্দর করে নিজের ভাষায় নিজের কথা লিখতে পারব! কিন্তু.... যেভাবে ভেবেছিলাম সেভাবে হচ্ছে না!
তিন সপ্তাহ হতে চললো সামু ব্লগে জয়েন করেছি! আমার লেখা প্রথম পাতায় একসেস দেওয়া হচ্ছে না।
অবাক হচ্ছি! বিবেচনা বলতে কি বোঝাতে চাচ্ছেন? ১৮+ কৌতুক সংকলিত পাতায় প্রকাশিত হয়। এটাই কি আপনাদের বিবেচনা সাপেক্ষ????
সর্বশেষ এডিট : ২৩ শে জুলাই, ২০০৯ রাত ১:৫৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




