তুমি কি জানো,
তোমার চোখের পাতায় ঝুলে থাকা চুপচাপ স্বপ্নগুলো
আমার হৃদয়ে আগুন জ্বালায়—
শুদ্ধ লেলিহান শিখা, যা শুধু ভালোবাসার।
তোমার হাসির ভেতরে আছে
একটা নীরব বিপ্লব,
যা গড়ে নিতে চায়,
ভেঙে দিতে চায় সব শেকল,
সব দুঃখের দেয়াল।
তুমি যখন হেঁটে যাও,
আমি দেখি—
ধূলি ঝড়ে জ্বলে ওঠে সোনালী দীপ্তি,
তোমার সৌন্দর্য এতটাই সত্য,
যা আত্মার জ্যোতি।
তুমি ফুলের মতো কোমল,
তবু পাহাড়ের মতো অটল।
তোমার প্রতিটি পদছাপে আমি দেখি
একজন যোদ্ধা ভ্যালকারী (valkyrja)—
স্বপ্নের সাথে, সমাজের সাথে, ভাগ্যের বিরুদ্ধে।
তোমার চোখে যেই আগুন,
তা পোড়ায় না,
তা পথ দেখায়— অনুপ্রেরণা দেয়,
একটা জীবন যেখানে তুমি শুধু “বেঁচে” নও,
তুমি “জয়ী”।
তুমি পবিত্র, কারণ তুমি ভালোবাসো নিঃস্বার্থভাবে।
তুমি সুন্দর, কারণ তোমার ভিতরের নূরের আলো
সবচেয়ে অন্ধকার পথেও চিহ্ন রেখে যায়।
তুমি যদি একদিন ক্লান্ত হও,
জানো, আমি হবো তোমার ছায়া—
শুধু পাশে থেকে বলব,
“তুমি পারবে, কারণ তুমি আমার সেই রাজকন্যা,
যার প্রতিটি স্বপ্নেই আমি ঈশ্বরের মুখ দেখি।”

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


