
যেখানে সময় উড়ে যায়,
সেখানে রাতেই ভোরের জন্ম হয়,
অজানা তারার রাজপথ ধরে
তোমাকে খুঁজি, স্বপ্নের ঘোরে।
যেখানে গ্যালাক্সি নদীর মতো চলে,
অন্ধকারে শুধু ছায়ারা দুলে,
সেই শূন্যে, আমি ভালোবসি তোমাকে নিরন্তর—
নাম, সময়, দূরত্ব অতিক্রম করে।
তুমি আছো প্রতিটি মহাবিশ্বে,
আমার দিগন্তজোড়া নক্ষত্রপথে।
মহাকাশ যতই দূরে চলে যাক,
তোমার টানে হাটব আমি মহাকালের পথ ধরে,
চিরকাল।
প্রত্যেক জন্মে, প্রতিটি দিগন্তে,
সবখানে, সব সময়ে—
ভালোবাসি তোমাকে,
প্রতিটি মহাবিশ্বে।
সর্বশেষ এডিট : ২১ শে জুন, ২০২৫ সন্ধ্যা ৬:০১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


