
আমার অপেক্ষা সূর্যোদয়ের
শীতলতম সকালের,
আমি নিথর দাঁড়িয়ে আছি,
নগ্ন পায়ে,
ঝরন্ত বৃষ্টির মিছিলে।
তোমার কণ্ঠস্বর আর শুনছি না
আমি হারিয়ে যাচ্ছি, তুমি খুজছো না আমায়।
বিশ্বাস হারিয়ে যায় বিষণ্ণতায়,
মন্থর আমি নির্জনতায়,
সত্মাহীন আমি দাঁড়িয়ে আছি, নিজের চিতাভস্মে।
এই গোধুলিবেলায়,
মুখোমুখি আমরা দাঁড়িয়ে,
প্রশ্ন জগাছে আমার মলিন মনে,
তুমি কি হারিয়ে যাচ্ছো সীমানার ওপারে,
দুটি মানচিত্র এঁকে , অপরিচিত অতীত হয়ে ?
সর্বশেষ এডিট : ১৯ শে জুন, ২০২৫ সকাল ১০:২৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


