
সমাপ্তির সুচনা হয়ে গেছে,
চূড়ান্ত অধ্যায় শুরু
আমাদের পৃথিবী কি এখনও আছে
নাকি এটি কেবল অতীতের স্মৃতি?
চোখে এক ফোঁটা অশ্রু
ধীরে ধীরে মুখোশের নিচে সরে যায়
নীরবতায়, আত্মসমর্পণে।
এটাই কি শেষ? নাকি নবসুচনা ?
একটি গল্প শেষ হয় যেখানে,
আরেকটি শুরু হয় সেখানে,
অপ্রস্তুত, অনিবার্য,
তবুও বাস্তব কিন্তু অস্পষ্ট।
সময় অনেক নিষ্ঠূর
শুধু সমাপ্তির দিকে নিয়ে যায়।
কিন্তু কিসের সমাপ্তি? কার সমাপ্তি?
উত্তর দিতে কি পারবে? এখন?
এই দেহ নশ্বর,
সর্বদা বয়স্ক , ক্লান্ত।
তবুও আত্মার আগুন উজ্জ্বলভাবে জ্বলছে,
সবসময় মুক্তি পাওয়ার জন্য ।
স্বপ্নে আমরা চিরকাল বাঁচতে পারি
অমর, অবিনাশী।
যেথায় তুমি সিংহাসনে বসা এক দেবীর
আর আমি তোমার একন্ত এক পূজারী।
সর্বশেষ এডিট : ১৮ ই জুন, ২০২৫ বিকাল ৪:৪৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



