
বৈদ্যুতিক মিটার/এনার্জি মিটার
বৈদ্যুতিক মিটার হল এমন একটি যন্ত্র/ডিভাইস যা একটি বাসস্থান, ব্যবসা বা শিল্প প্রতিষ্ঠানে ব্যবহৃত বৈদ্যুতিক শক্তির পরিমাণ পরিমাপক । এই এনার্জি মিটারকে ওয়াট আওয়ার বা কিলোওয়াট-আওয়ার মিটারও বলা হয়ে থাকে । এই মিটারে, বৈদ্যুতিক শক্তি এবং কত সময় এই বৈদ্যুতিক শক্তি ব্যয় হয়েছে সে সময়ের গুণফল সরাসরি পাওয়া যায়। বর্তনীতে/সার্কিটে যতক্ষণ পর্যন্ত বৈদ্যুতিক শক্তি ব্যয় হয়, ততক্ষণ পর্যন্ত বৈদ্যুতিক শক্তি খরচ রেকর্ড করে থাকে
এনার্জি মিটারের প্রকারভেদ
(সাধারণত আমরা তিন ধরনের বৈদ্যুতিক মিটার/এনার্জি মিটারের সাথে পরিচিত)
০১)ইলেক্ট্রোমেকানিক্যাল টাইপ ইন্ডাকশন মিটার
০২)ইলেকট্রনিক এনার্জি মিটার
০৩)স্মার্ট এনার্জি মিটার
বর্তমানে আমরা ইলেকট্রনিক এনার্জি মিটার ও স্মার্ট এনার্জি মিটার ব্যবহার করে থাকি ইলেক্ট্রোমেকানিক্যাল টাইপ ইন্ডাকশন মিটার এখন আর ব্যবহার এর নির্দেশনা নেই।
স্মার্ট এনার্জি মিটার এর প্রকারভেদঃ
০১)কীপ্যাড প্রিপেইড বৈদ্যুতিক মিটার
০২)স্মার্ট কার্ড প্রিপেইড বৈদ্যুতিক মিটার
কীপ্যাড প্রিপেইড বৈদ্যুতিক মিটার
কীপ্যাড প্রিপেইড বৈদ্যুতিক মিটার এ কীপ্যাড থাকে এর মাধ্যমে ক্রয়কৃত এনার্জি চার্জ মিটারে প্রবেশ করাতে হই তাই এ ধরনের মিটারকে কীপ্যাড প্রিপেইড মিটার বলা হয়ে থাকে।
স্মার্ট কার্ড প্রিপেইড বৈদ্যুতিক মিটার
স্মার্ট কার্ড প্রিপেইড বৈদ্যুতিক মিটার এ কীপ্যাড থাকে না এই মিটারের রিচার্জ কার্ড এর মাধ্যমে করা হয়ে থাকে। এছাড়া এ মিটারের সকল ব্যবহৃত এনার্জি চার্জ,ব্যবহৃত ইউনিট সহ যাবতীয় বিষয় অনলাইনে পর্যবেক্ষণ করা যায় তাই এ ধরনের মিটারকে স্মার্ট কার্ড প্রিপেইড বৈদ্যুতিক মিটার বলা হয়ে থাকে।
সর্বশেষ এডিট : ০৯ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ১২:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



