নগ্নতায় তুমি কিউবার নীলাভ শান্ত রাত,
সোনালী বিস্তীর্ণ-
বিশাল কোনো নখের মতন
অথবা সূক্ষ্ম, গোলাপী, বাঁক-খাওয়া,
-অন্ধত্বে বধিরতার অন্যতম আ-সূর্যোদয়!
ফিকে হয়ে যাক তোমার স্বচ্ছ যতো আলো, লম্বা শুঁড়িপথ, পোশাক আর গৃহকন্যার গীর্জার মাথায় বিস্ফোরিত রুপে চেপে থাকা আদিম সত্তা,
-তুমি উদিয়মান এক মহাসমুদ্রের আল্ট্রাভায়োলেটিক সূর্যকিরণ।
তুমি দম্ভতার নীল গভীর ক্ষত ফুঁরে বেড়ে ওঠা নির্লজ্জ উদ্বাস্তূর সূর্যোদয়ী উপহার
তুমি গোটা পৃথিবীর পুস্তক হতে হারিয়ে যাওয়া তামাম বর্ণমালা
তুমি বিছানায় ফেলে যাওয়া এক চিলতে প্রাচীন সূর্য-
মৃত্যুহীন ঋতু পরিসর।
অদৃশ্য বেদূঈন, নির্বাপিত সূর্য আর আমি
কবিতার এ বুভুক্ষু প্রান্তরে খুঁজি সূর্যাস্ত,
খুঁজে ফিরি
অতলান্তিক সীমারেখায় অবিশ্বাসী আতপ্ত হৃদয়,
যেভাবে শিকার খোঁজে কুইত্রাতুয়ের পাহাড়ী সিংহ
- টানটান নিমগ্নতায়।
কতো কদর্যতার প্রতিদানে উড়িয়েছি কপোত
নিনাদ প্রতিশ্রুতির শুভ্র সকালে,
আমি মৌলিকতার এ আঁচে নিয়মবহির্ভূত আদিমতার হিমোগ্লোবিনে অভিযোযিত হই প্রতিদিন,
-গড়ি উন্মুক্ত বিষাক্ততার অ-দ্রবণীয় সায়ানাইড।
কারণ আমি আজ, কাল এবং ভবিষ্যতে,
এক ভিন্নতার সফলতায় গত হতে থাকা
ব্যর্থতার পাঁজরে
গড়ে ওঠা এক ও অ-ভিন্ন মানুষ।
কিংবা আমি সত্য থেকেও ছিটকে পড়া একটি দিবস;
একটি উজ্জ্বল নক্ষত্রের ভবঘুরে গ্র্যাভিটি অথবা বালুময় মরু ঝর্ণার সুশীতল জল।
তোমার তরল পদক্ষেপ,তোমার চুল, কণ্ঠস্বর, মুখের মদিরতায় তুমি নির্বাক,
-তুমি বুভুক্ষু তোমার শরীরের তাবৎ সূর্যকিরণে
তাই তুমি ফিরে ফিরে অন্য কোনো নক্ষত্রের গর্ভে জন্ম নেবে বারবার ক্ষণিক জোনাকির মত, দ্রুতগামী অনিবার-
আর হারিয়ে যাবে ফুরফুরে পপি হয়ে ফোটার তীব্র শিহরণে
--------------

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




