অনভ্যস্ত ব্রেসিয়ার নিচে তোমার হৃদয় যাকে অনিরূদ্ধ জন্মে বারংবার লঙ্ঘনের অভিযোগ এনে 'ব্রেট কাভানার সহজপাচ্য করাঘাত করে!
আমাকে তখনও অর্ধেকের বেশী খুঁজে
পায়নি বুছস্য নীল নন্দিত নির্মাণে নির্মিত
অ্যাবিউজের রেটিং গ্রেট ।
অনভ্যস্ত ব্রেসিয়ার নিচে তোমার হৃদয় সমেত
এক কাপ কফির তীব্র ইচ্ছেরা ভ্রান্তিজনক উপদ্রুত অভিমানে: কবেই
মহাকাশে পাড়ি জমিয়েছে...
এখানেই হতে পারতো ইচ্ছেদের উষ্ণ সমাপ্তি- সমাপ্তি হলে হয়তো বিংশ শতাব্দীর অদ্ভুত জাদুকর উজ্জ্বল যৌবনোদয় থেকে
কৌশলে টেনে হিঁচড়ে আকাঙ্ক্ষিত মধ্যযুগের বক্ষ সুচ্যৌগ্রে বসিয়ে দিতো না কখনোই।
নৈঋত ক্রমশ গম্ভীর হয়ে ওঠা নগ্ন বিবেকের নির্বীজিত উত্তাল টর্নেডোর পুনঃজন্ম; আরেকটা মহাসাগরে বৈদগ্ধ ঢেউয়ের, পাঁজর ঢেকে দেই বীজে,
টান মেরে খুলি বিবেকের বোতাম।
দেখি, অদ্ভুত জাদুকর শতভাগ কষ্টার্জিত সভ্যতাদেরও কেমন গলাটিপে হত্যা করেছে;
বাঁচার ইচ্ছে হারায় অনভ্যস্ত ব্রেসিয়ার বাক্সবন্দী শূন্যতারা -
শূন্যতার দিকে চোখ, আমার শূন্যতা চোখের ভেতরেও।
ব্রেসিয়ার উঁচু চেয়ারে বসে সুগন্ধিত জলজ বক্ষের বিদীর্ণ মাখা প্রেমিকের পোড়া হৃদয়ভার, ইনটক্সিকেটিং নীল রঙা সিফন শাড়ির আচলে ঢাকি অকথিত অগ্ন্যুৎপাতের পাহাড়।
তখন সমকালীন সুন্দরীর শরীরে পবিত্র উৎসব চলে।
তার অন্তর্গত ক্ষয় আর প্রশংসিত পচনের দিকে কেমন অপলক দৃষ্টি তে নির্লজ্জ সভ্যতারা গড়ে ওঠে ।
'বিলুপ্ত বনস্পতির ছায়া বিবর্তনে বন্ধ করে আকাশের নিঃশ্বাস
সীমান্ত খুলে রাখে রাত্রি, নিদ্রাহারা লালাভ চোখে অপলক দৃষ্টিতে মনবিহারের পারাপার তাকিয়ে দেখে।
দ্যাখে, কিভাবে সীমান্তের বেড়াজাল হতে প্রতিশ্রুতি গুলো আচমকাই স্মৃতি হয়ে যায়, আর অদূরের শ্বেতাঙ্গী একজোড়া ভালোবাসায় লীন হওয়া চুম্বন কিভাবেই'বা ভালোবাসাহীন এক গহীনের ঢেউয়ে ভাসিয়ে দিয়ে আত্মমগ্নতায় চুমুক দেয় সাফল্যের শারাবে?

সর্বশেষ এডিট : ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৬:৪২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




