কোন একদিন সুনীল আকাশে
কবি কালিদাসের উন্নাসিক মেঘদলের ভিড়ে
ছোট্ট একটুকরো মেঘ চেয়েছিলো
বৃষ্টি হয়ে উত্তপ্ত ধরনীকে চুম্বনে সিক্ত করতে,
কিন্তু পারেনি হেরে গিয়েছিলো
সেই ছোট্ট মেঘ!!!!!
সূর্যের অভিসম্পাতে কর্পূরের মতো উবে গিয়েছিলো
লীন হয়ে গিয়েছিলো আকাশে চিরতরে,
তাই আকাশ আজো কাঁদে
পরাজিত সেই ছোট ছোট মেঘদলের জন্য
যারা পারেনি হতে "বরিষ ধরা-মাঝে শান্তির বারি"।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


