গতকাল ঢাকাই হয়ে যাওয়া ভারী বর্ষণের পর বিভিন্ন রাস্তাই পানি জমে অনেক লোক বিপদে পড়েন। কোথাও কোথাও নাকি কোমড় পানি হয়ে গেছিল। এখন সবাই এই নিয়ে ঢাকা শহরে ২ মেয়র এবং কর্মকর্তাদের ইচ্ছা মত ধুয়ে দিচ্ছেন। অনলাইনে তাদের নিয়ে যত সমালোচনা।
আমি যতদূর জানি ঢাকা মহানগরে(Mega City) রূপ পাই ২০০০সালেই পরে। সে সময়ের অনেক আগে থেকেই ঢাকা শহর অনেক গুরুত্বপূর্ণ ছিল।কিন্তু কোন আমলেই ঢাকা কে ঢেলে সাজানর চিন্তা করা হয়নি। শহর পরিকল্পনার কতটা অভাব তা আমরা এরকম বৃষ্টি হলেই বুঝতে পারি।
আবহাওয়া আগের মত নাই। জলবায়ু পরিবর্ত্ন হচ্ছে। আগের মত আর বৃষ্টি হয় না। দাদ-নানাদের কাছে গল্প শুনেছি যে আগে না কি টানা ৭দিন পর্যন্ত বৃষ্টি হত। আমি চিন্তা করি যে সেরকম বৃষ্টি যদি এখনও হয় তাইলে ঢাকার অবস্থা কি হবে!!!
এখন আসি ঢাকার পরিবহন ব্যবস্থাই। যাত্রি হিসেবে আমার প্রথম অভিযোগ ভাড়া নিয়ে। যে যেমন পারে ভাড়া নেয়।বৃষ্টি হলে তো কথাই নাই। আবার বেশী ভাড়া দিতে চাইলেই বাসে নিতে চাই না।
এসবের সাথে আছে জ্যাম তো আছেই। নেই কোন ট্রাফিক আইনের তোয়াক্কা। যে যেমন পারে চালিয়ে দেয়। আর বাস ছাড়া কোন সাধারন পরিবহণও নায়। যার জন্য তাদের এত দৌড়াত্ব। শুনছে মেট্র রেল আসবে কিন্তু কবে আসবে তা তো বুঝতে পারছি না।কাজের অগ্রগতি খুবই কম।
আমরা এসব নিয়ে প্রায়ই নগর পিতা অর্থাৎ মেয়র এবং সিটি কর্পোরেশনের কর্মকর্তাদের দোষ দেই।কিন্তু আমরা কি চিন্তা করেছি সমস্যা টা আসলে কোথায়। সমস্যা টা আসলে আমাদের মধ্যেই। আমরা কখনই দীর্ঘমেয়াদি পরিকল্পনা করি না। ১টা ছোট উদাহরন হল আমাদের দেশের জনসংখ্যা। আমদের দাদাদের সময় কেউ এসব নিয়ে চিন্তাই করেনি। তাদের চিন্তা ছিল এমন যে আমার এতগুলা জমি আছে ার এত গুলা সন্তান আছে তাই চিন্তা নেই।কিন্তু তারা এটা চিন্তা করত না যে এগুলা তো তার সন্তানদের মাঝে ভাগ করে দিলে তারা কতটুকু পাবে। তবে এখন এই চিন্তা গুলো পরিবর্তন হচ্ছে,তাই নতুন দিনের আশাই থাকলাম।
বিঃদ্রঃ ভূলত্রুটি মার্জনীয়।

সর্বশেষ এডিট : ১৩ ই জুন, ২০১৭ বিকাল ৩:৪৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



