কিছু দিন আগে ফেবু চালাতে যেয়ে সামনে আসল একটি গ্রুপের নাম "ব্লকবাস্টার সাউথ ইন্ডিয়ান মুভি লাভারস বাংলাদেশ গ্রুপ"। দেখে আগ্রহ হল তাই গ্রুপটা ঘুড়ে আসতে চাইলাম। কিন্তু গ্রুপে প্রাইভেসি দাওয়া।আমিও ছাড়ার বান্দা না। মেম্বার হয়ে গেলাম। ভেবে ছিলাম এসব ফালতু জিনিষ কে দেখে! কিন্তু ভিতরে যেয়ে চক্ষু চড়ক গাছ। ৫৭৫৪২ জন মেম্বার এই গ্রুপে!!! (এই ব্লগ লিখার সময়)
এরপর দেখি এরকম আরও কত গ্রুপ আছে জানি না। ফেসবুকে কেউ "সাইথ ইন্ডিয়ান মুভি" লিখে সার্চ দিলেই পেয়ে যাবেন। আমার মাথায় ঢুকে না এরা কি ভাবে এসব দেখে!!
এটা আমাকে স্বীকার করতেই হবে যে দেশের সিনেমা জগৎ তেমন উন্নত না, তাই অনেকেই অন্য দেশের সিনেমা দেখেন। কিন্তু আমার মনে প্রশ্ন, সে সব সিনেমা কি আমাদের দেশের চেয়ে কি খুব ভাল!? হ্যাঁ, তারা অল্প কিছু ভাল সিনেমা তৈরী করে। সেরকম আমাদের দেশেও তো হয়। আয়নাবাজী, মন পুরা, জালালের গল্প, অজ্ঞ্যানামা সহ আরও অনেক সিনেমা আছে আমাদের দেশে। সে সবের খবর নাই এনারা আসছেন সাউথ ইন্ডিয়া মুভি দেখতে। যে ভাষা তারা বুঝেন না, VFX ইফেক্ট ভাল না, গল্পও উলটা পালটা, অভিনয়ের বালাই নেই আর অ্যাকশনের কথা না ই বললাম।
১টা কথা প্রচলিত আছে, হুচুকে বাঙ্গালী। আসলেইতাই। যখন যা চলে সেটার সাথে গা ভাসাতে খুব পছন্দ করি আমরা। এদের চিন্তা হল,সবাই দেখছে তাই আমিও দেখি। বুঝি না বুঝি। এটাই এখন আমাদের স্মার্টনেসের সংজ্ঞা হয়ে গেছে। যারা এসব দেখে তারা নিজেরাও বুঝে পুরাই ফালতু কিছু দেখছে।
এসব সিনেমার কিছু কমন বৈষিঠ আছে। সেগুলা হল
১। নায়ক সর্ব শক্তিমান আর সর্ববুদ্ধিমান। নায়ক কে কেউ কখনই এই ২ দিক দিয়ে হারাতে পারবে না।
২। নায়কের বিশাল গোঁফ থাকা লাগবে(আমি ব্যক্তিগতভাবে এরকম গোঁফ পছন্দ করি না)।
৩। নায়কা খুবই সুন্দরী হবে।
৪। নায়ক সব কিছুতেই সিরিয়াস কিন্তু উপরে তা দেখাই না। শুধুই ফাইজলামি করে।
৫। এক জন বলদ মার্কা চরিত্র থাকবে যার কাজ শুধুই মার খেয়ে কমেডি করা।
৬। এদের যুক্তি বলে কিছু নাই। সবই অলৌকিক।
আমি কিছু ভিডিও লিংক দিচ্ছি দেখলে সকলে বুঝতে পারবেন আমি আসলে কি বলছি।
https://www.youtube.com/watch?v=cpeMHhzgVGo
https://www.youtube.com/watch?v=omwDXkY6O8w
https://www.youtube.com/watch?v=1Kpwep--_Uc
https://www.facebook.com/noakhalinews.offical/videos/1188051834636588/
আশা করি সবার সঠিক জ্ঞ্যান হবে।

সর্বশেষ এডিট : ২৩ শে জুন, ২০১৭ বিকাল ৪:১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



