আমরা প্রায়ই চিন্তা করি আমাদের জীবনটা কেমন! সহজ না কি কঠিন!? আমরাই কি আমাদের জীবনকে সহজ কিংবা কঠিন করে তুলি নাকি!?
বিখ্যাত লেখক হুমায়ন আহমেদ বলেছেন "জীবন সহজ না কঠিনও না। জীবন, জীবনের মতই" । তবে আমি তার এই বিশ্বাসের সাথে একমত না। আমি যদি আমার জীবন দিয়ে সেটা চিন্তা করি তাইলে সেটা না।
জীবনের কিছু অংশ আছে। সহজ অংশ, কঠিন অংশ আর জটিল অংশ। আমার কাছে জীবনের সহজ অংশ মনে হয় শৈশব কালকে ।কারন সে সময় আমাদের কোনই চিন্তা থাকে না। বড় কোন প্রত্যাশা থাকে না আর যে প্রত্যাশা থাকে তা পূরণ করার জন্য আমাদের কোন চিন্তাও থাকে না।
কঠিন সময়, আমার কাছে মনে হয় যখন আমরা কিছু চাই বা প্রত্যাশা করি আর তা পূরণের জন্য অনেক কাজ করি কিন্তু সাফল্য পাই না। এটা জতে পারে ভার্সিটির এডমিশন, মনের মত চাকুরী বা অন্য কিছু।
আমাদের চাহিদা ১টা নির্দিষ্ট সময়ে একাধিক থাকে। যেমন চাকুরী পাওয়ার পর প্রেমিকাকে বিয়ে করব। দেখা গেল চাকুরীতা হল কিন্তু তাকে আর বিয়ে করা হয়ে উঠল না। এরকম হাজারও ঘটনা ঘটে যাচ্ছে আমাদের সাথে।
ও, হ্যাঁ। হুমায়ন আহমদের সাথে আমি এক মত না কেন তা তো বললাম না। আমি আগে চিন্তা করতাম জীবনে সব কিছুই আমাদের হাতে, আমরাই এটাকে কঠিন করি, আমরাই এটাকে সহজ করি। কিন্তু তা না। আমাদের জীবনেও দূর্ঘটনা ঘটে। তা আমাদের জীবন কে পরিবর্তন করে দেয়। উদাহরণ হল আমার জীবন। সেটা আর বলছি না। অন্য উদাহরণ দেই। ধরুন আপনাদের পরিবার খুব গরীব। এরকম সময় আপনি খুব ভাল আয় করা শুরু করল কিন্তু হঠাৎ করে আপনি আপনার বাবা কে হারালেন। আপনার বাবা আপনাকে এত কষ্ট করে মানুষ করল অথচ তাকে আপনি সেবা করতে পারলেন না। এই অতৃপ্ততা আপনি কোন দিনই দূর করতে পারবেন না।
জীবনে সুখী থাকার অন্যতম চাবি হল যা পেয়েছেন তাতে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞ থাকা।
বিঃদ্রঃ এসব আমার মনের চিন্তা। ভূল ত্রুটি মার্জনীর।

সর্বশেষ এডিট : ১০ ই জুলাই, ২০১৭ সকাল ১০:১৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



