আমি নিয়মিত পেপার পত্রিকা পড়ি না। আর যখন পড়ি নিজের কাছেই নিজে বার বার ছোট হয়ে যাচ্ছি। নিজের কাছে নিজেই লজ্জিত। সমাজে মূল্যবোধ কমেই যাচ্ছে। সমাজ এক সময় কই যেয়ে দাঁড়াবে আমি খুবই ভিত এসব নিয়ে।
ধর্ষন এখন মহামারী আকার ধারন করেছে। এর জন্য আমাদের পারিবারিক শিক্ষাকে জোরদার করতে হবে। বাচ্চাদের কে শিখানে হবে মানুষ আর অমানুষের মধ্যে পার্থক্য টা কি।
আর এসবের অন্যতম কারন হল বিচারহীনতা আর বিচারে দীর্ঘসূত্রিতা। প্রশাসন কে নিরপেক্ষ হতে হবে আর বিচার বিভাগকে দ্রুত হতে হবে।
২টা কাজ খুবই জরুরী হয়েছে বলে আমি মনে করি ।
১ . সবার সোচ্চার হতে হবে। কথা বলতে হবে। অন্যায় মেনে নাওয়া যাবে না। কারন পৃথিবীতে খারাপ কাজ হয় খারাপ মানুষের জন্য না, ভাল মানুষের চুপ থাকার জন্য।
২. এর সর্বোচ্চ শাস্তি মৃত্যু দন্ড হওয়া উচিৎ এবং তা কার্যকর হওয়া উচিৎ সবার সামনে।
নতুন দিনের আশাই থাকলাম। সে দিনের আশাই থাকলাম যে দিন নিজের মা বোনের সামনে মাথা উঁচু করে দাঁড়াতে পারব।

সর্বশেষ এডিট : ০৩ রা আগস্ট, ২০১৭ সকাল ১১:০২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



