অনলাইনে আসলেই দেখি রোহিঙ্গাদের নিয়ে অনেক লিখা। কতগুলা পড়ি আবার পড়ি না। আমরা ফেঁসে গেছি জাতীয় সমস্যা এবং মানবিক সমস্যার মধ্যে। অনেকেই মানবতার হাত বাড়িয়েছেন। ব্যাপারটা খুবই স্বাভাবিক। মানুষ তো মানুষেরই জন্য। তাই না!!
সবাইএই সমস্যার সমাধান খুঁজছেন। অনেকেই বলেছেন তাদেরকে অস্ত্র দিয়ে আবার তাদের দেশে ফেরত পাঠান। কিন্তু এটা খুবই অবিবেচক কাজ হবে। তখন আমাদের কেই সবাই বলবে সন্ত্রাসীদের মদত দিচ্ছি। আমরা এখন অর্থনীতির দিক দিয়ে উদিয়মান শক্তি, এরকম অবস্থাই আমরা কোন হটকারি সিদ্ধান্ত নিতে পারি না, যা আমাদের ক্ষতি করে।
আরেক দল বলছেন আমাদের বৈদ্ধ সম্প্রদায়ের সাথে রোহিঙ্গাদের অদলবদল করা। এটা কোন সঠিক রাস্তা না। বিশ্বে এরকম ঘটনা ঘটেছে কিনা আমার জানা নেই। তবে এটা করলে আমরা যে বর্ণবাদী তা প্রমান হয়ে যাবে। কেউ ইচ্ছা করে দেশান্তরী হলে আলাদা ব্যাপার কিন্তু তাই বলে রাষ্ট্র যন্ত্র এরকম কাজ করতে পারেন না।
এখন আসি আমার নিজের চিন্তার কথাই। ব্যাপারটা সম্পূর্ণ ভূ-রাজনৈতিক। তাই এখানে আমাদেরকে কুটনৈতিক রুপে আগাতে হবে। আমাদের বুঝতে হবে কে কিভাবে এর সুবিধা নিচ্ছে, কাকে কি সুবিধা দিলে আমরা এই থেকে রক্ষা পাব, কি করলে আমরা সুবিধা পাব। এই জন্য আমাদের দরকার শক্ত কুটনৈতিক দল। এই দলে সবাইকে হতে হবে চৌকশ ও মেধাবী। কিন্তু দেশে মেধার দাম কই!! সরকারি চাকুরীতে যদি ৫৫-৬০% কোঠাতেই নিয়োগ দাওয়া হয় তাইলে চৌকশ ও মেধাবী লোক পাব কোথায়!!?? উন্নত দেশগুলার দিকে তাকালে আমরা দেখি তারা কুটনৈতিকভাবে কতটা শক্তিশালী। বেশী দূরে যাওয়া লাগবে না, আমাদের প্রতিবেশী ভারত কেই দেখি। তারা আমাদের মুক্তিযুদ্ধের সময় যে সাহায্যটা করেছিল তা শুধু তাদের শক্ত কুটনীতির বলে। এখন তারা আর সাহায্য সেরকম করে না কিন্তু সুবিধা নিচ্ছে ভালই।
দেশে শিক্ষার হার বেড়েছে। মানুষ আগের চেয়ে অনেক শিক্ষিত হয়েছে। তাদেরকে কাজে লাগাতে হবে। এরকম মেধার অপচয় আর কোন দেশ করে বলে আমার জানা নেই। দেশে মেধার দাম কম দেখেই অনেক বিদেশে পাড়ি জমাচ্ছেন। সেখানে তাদের মেধা কর্ম দেখাচ্ছেন। ইউটিউবের সহকারী প্রতিষ্ঠাতা, আধুনিক দালান ডিজাইনের জনক, কৃত্রিম কিডনির গবেষক, বিখ্যাত জীন গবেষক এরকম আরও অনেক নাম আছে মেধাবীদের তালিকাই। তারা বাংলাদেশী বংশদ্ভুত পরিচয় নিয়েই আছেন।তাতে আমরা তৃপ্তির ঢেকুর তুলি। কিন্তু এটা ভূলে যায় তারা আর বাংলাদেশী নেই আর তাদের কাজের সাথে বাংলাদেশের কোন নাম নেয়।
তারপরেও নতুন দিনের স্বপ্ন দেখি। নতুন দিনের আশাই রইলাম।

সর্বশেষ এডিট : ১১ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৯:৫৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



