আহাম্মক শব্দটার সাথে মনে হয় কম বেশী সবার পরিচয় আছে। যারা আহাম্মকির কাজ কারে তাদের আহাম্মক বলা হয়। আহাম্মকি কাকে বলে? আহাম্মকি কাকে বলে এটা বোঝানো আমার মত ছোট মাথার মানুষের পক্ষে বোঝানো সম্ভব নয়
আজ আমারা একটা আহাম্মক চরিত্রকে নির্বাচন করি। মনে করি চরিত্রটার নাম নন্দলাল; নন্দলাল এর পরিচয় মনে হয় আর দেবার দরকার নাই! দ্বিজেন্দ্রলাল রায় এর মহান দেশ প্রেমিক আহাম্মক
তো প্রতিদিন কার মতই নন্দ এর বউ দুধ দুয়ে দিলো এবং প্রতিদিন কার মতই নন্দ হাটে গিয়ে দুধ বিক্রি করলো। কিন্তু হাট থেকে ফেরার পথে তার ন্যাংটা কালের বন্ধু নিমাই এর সাথে দেখা হল
নন্দলাল তার এই পুরনো বন্ধুকে দেখে পাশ কাটানোর চেষ্টা চালাল কিন্তু সফল হল না
কিছু দূর যাবার পর নন্দলাল পায়ের নিচে নরম কি যেন অনুভব করতে লাগলো
নন্দলাল যে প্রচুর পরিমাণে মদ পান করেছে তা খবর ইতিমধ্যে তার বউ এর কাছে পৌঁছে গেছে। তার বউ হায় হায় করতে করতে উপস্থিত হল। নন্দ এর অবস্থা থেকে তিনি নির্বাক! বহু কষ্ট উচ্চারক করলেন, “হায়রে আমার পোড়া কপাল! মানুষ এর স্বামীও মদ খায় কিন্তু কুত্তার গু সারা শরীলে মাখে না”!
আমাদের বই এ দেখা যায়। অধ্যায় শেষ হলে লেখা থাকে এই অধ্যায়ে আমারা কি কি শিখলাম। তাই.......
নন্দলাল এর আহাম্মুকির কাজ:
১. দুধ বিক্রি করে মদ খাওয়া
২. পা থেকে হাত থেকে নাকে নেওয়া(বুঝে নেন)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


