এলবাম : অভিপ্রায়
মন্তব্য : যে শালা এলবাম টার মলাট ডিজাইন করছে, শালার সমস্যা আছে, এলবাম টা বাংলায়, কিন্তু কোথাও বাংলায় লিখা "তাউসুফ" পেলাম না ।
ধন্যবাদ : আমার বন্ধুকে আর পলাপাইন . কম কে, যার জন্য ৬০ টাকা খরছ করে পুরো এলবাম টা কিনলাম ।
"বৃষ্টি"
বৃষ্টি ঝরে যায় দু'চোখে গোপনে
সখি গো নিলানা খবর যতনে
আশায় আশায় বসে থাকি তোমার পথে
সখি গো নিলানা খবর মনেতে
তোমারও চোখে কি বৃষ্টি পড়ে টুপুর টুপুর
আমাকে মনে করে সারাটি বেলা
যত কথা ছিল মনে বলেছি তোমাকে আমি
ভুলে কি গেছো সব হ্দয়ের কথা
তোমারও চোখে কি দিন কাটে বছর হয়ে
হিম ঝড় বয়ে যায় সারটি বেলা
আসনি ফিরে আছে একা
....

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




