ভাবছিলাম দেশের আবহাওয়া ও জলবায়ু পরিবর্তন নিয়ে। বিগত কয়েক বছর ধরেই পরিবর্তনটা কেমন যেন 'আনপ্রেডিক্টেবল' হয়ে উঠেছে। যখন যেমন শীত বা গরম পড়ার কথা ঠিক তেমনটা পড়ছেনা, সময় মত ঝড়-বৃষ্টি হচ্ছেনা ইত্যাদি ইত্যাদি। আবহাওয়ার এই পরিবর্তন বাংলাদেশ সহ কৃষি নির্ভর দেশগুলোর ওপর মারাত্নক বিরুপ প্রভাব ফেলেছে। পর্যপ্ত পরিমান ফলন হচ্ছেনা, যা হচ্ছে তারও গুনগত মান বজায় থাকছে না। এহেন অবস্থায় পরিবেশ বিপর্যয়ের বিরুদ্ধে আন্দোলনের পাশাপাশি প্রযু্ক্তি নির্ভর কিছু বিকল্প ব্যাবস্থা না নিলেই নয়। যেমন ধরুন, চরমভাবাপন্ন আবহাওয়ায় গুনগত মান সহ বেড়ে উঠতে পারে এমন উন্নতমানের বীজ আবিষ্কার (ধান গবেষনা কেন্দ্র সহ কিছু প্রতিষ্ঠান এরই মধ্যে এ বিষয়ে অগ্রগতি দেখিয়েছে!), উন্নত ও ব্যতিক্রমি চাষ পদ্ধতি ইত্যাদি ইত্যাদি। তাদের গবেষনার পাশাপাশি টোটকা ওষুধের মত কিছু কিছু ব্যাবস্থা নেয়া যেতে পারে যেমন ধরুন:
ক'দিন আগে এনটিভি নিউজে রাজশাহিতে এবারের আমের ফলনের উপর একটা প্রতিবেদন দেখলাম। সেখানে আমবাগানের মালিকদের সাক্ষাতকারে তারা জানালেন এবার গাছে প্রচুর মুকুল আসা সত্বেও ক্রমাগত দাবদাহ ও অনাবৃষ্টির কারনে শেষ পর্যন্ত আমগুলো যথেষ্ট বড় ও রসালো হয়নি এবং সার্বিক ফলনও আশানুরুপ নয়।
ভাবছিলাম এক্ষেত্রে আমরা আমদের দমকল বাহিনীকে কাজে লাগাতে পারি কিনা। দমকল বাহিনীর স্প্রিংকলার দিয়ে বৃষ্টির মত করে পানি দিলে হয়তো উপকার পাওয়া যেতে পারে।
আমাদের দমকল বাহিনী শহরের বহুতল ভবনে (যেমন বসুন্ধরায়, এন টি ভি ভবন ইত্যাদি) আগুন নেভাতে অক্ষম হলেও আমগাছে পানি দিতে তারা ব্যর্থ হবে বলে মনেহয় না। কি বলেন পাঠক? পাঠক আর কোন আইডিয়া???

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


