অজস্র তরুণ,রাস্তার মোড়ে
মোড়ে অস্থির হয়ে ঘুরে বেড়ায়।
চোখে স্পষ্ট হতাশার ক্লেদ,
মুখে ঘৃণার অভিব্যক্তি,
সামাজিক ভাবে প্রতিষ্ঠিতদের দরজায়
কড়া নেড়ে নেড়ে প্রত্যাখাত
হাত গুলো আড়ষ্ট
তাদের হয়ে আছে লজ্জায়
তারা সমাজের প্রয়োজনীয়
হয়ে উঠতে চায়
উদাহরণ দিতে চায়
সমাজের বিবর্তনের বিল্পবী যোদ্ধার মত
কিন্তু কড়া কড়া উপদেশ
আর বাণী আর
সমালোচনা ছাড়া কপালে কিছুই জোটে না!!
কেউ বলে ধর্মের কাহিনী
কেউ বলে ডান হাতে করো দান,
বাম হাতে যেন না জানে
কেউ কেউ ফিরিয়েই মুখ.....

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



