হাঁটতে গিয়ে হোঁচট খাওয়াটা অভ্যাসে পরিণত হয়েছে
নিয়তিটা এমনই, সব পরচর্চায় ডুবে গেছে,
চোখের সামনে সাত দেখলেও সতেরো ভাবছি!
সময়ের প্রয়োজনে সকলের অতি ব্যস্ততা
প্রাপ্তির সহজলভ্যতা
সাত, সতেরোর পার্থক্য বেমালুম ভুলে যাচ্ছি।
আগুনের পাশে মোম রেখেও ভাবছি, গলবে না
একের পর এক মদের পেগ শেষ করলাম
হেলে পড়ে যাচ্ছি, কই মাতাল হইনি তো?
ও বাড়ির বড় ছেলে বিসিএস করে অফিসার
বড় মাইনে, সাথে উপরি! আহ
হিংসেয় জ্বলছি, তাও চাকুরী নেইনি তো!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


