ঊনিশ ডিসেম্বর ষষ্ঠ বাংলা ব্লগ দিবস এ চট্টগ্রামের ব্লগার রা মিলিত হয়েছিলেন শহরস্থ সি.আর.বি. তে। বিকলে তিনটার পরপরেই সবাই একে একে আসতে শুরু করেন। সবুজ পাহাড় সজ্জিত সি.আর.বি. এলাকায় আমার পালন করি ষষ্ঠ বাংলা ব্লগ দিবস।
পূর্বের মিটিং গুলোয় ছিলেন এরকম কয়েক জন সেদিন অনুপস্থিত ছিলেন। যেমন, স্মরণ, মাহমুদ ভাই, সৈকত ভাই। আরও অনেকেই ইভেন্ট খোলার পরপর ইনবক্সে যোগাযোগ করেছিলেন এবং আসবেন বলেছিলেন, তাদের কেউই আসেননি। কেবর খালেদ মহিউদ্দিন ভাই নিজে নিজে যোগাযোগ করে উপস্থিত হয়েছিলেন অনুষ্ঠানে।
যা হোক, মোটামুটি ভালই হয়েছিল। এর পরের বার আরও জমবে আশা করছি; তবে শীতে নয়, আয়োজনে এবং অংশগ্রহণে

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




