জনাব ফজলে এলাহি বড়ভাই আমার্ আগের পোস্টে এসে কঠিন মন্তব্য করেছেন। মন্তব্যে তিনি যে বলেছেন আমার ঘটে কিছু নাই, তা মেনে নিতে আমার আপত্তি নাই। তবে সেক্ষেত্রে ঘটটার মালিকানা তাকেই নিতে হবে।
সে যাক, কাজের কথায় আসি।
পৃথিবীর সব মানুষের মনে বিশ্বাস ফিরায়ে আনার ও তাদেরকে মুসলমান বানানোর একটা সহজ উপায় দিতে চাই ফজলে ভাইকে। কাজটা সোজা। কোরানের বক্তব্য অনুযায়ী একটা ছোট্ট আবিষ্কার করলেই এই অসাধ্য অর্জন হয়ে যাবে। তখন আর মওদুদী, লাদেন, ফজলে এলাহি কাউকেই কষ্ট করে দ্বীনের দাওয়াত দিতে হবে না।
কোরআনের বিভিন্ন ইঙ্গিত আর গোপন তথ্য পড়ে নাসারা আর ইহুদিরা বিজ্ঞানের সব আবিষ্কার করেছে বলে মুসলিম মনীষিরা প্রায়ই দাবী করেন। কিন্তু ফজলে এলাহি ভাইর মত মুসলমানরা কিছু করে না। যদি তারা এই ধর্মগ্রন্থ থেকে একটা আবিষ্কার করে দেখান তবে পৃথিবীটার ঈমান বদলে যেত।
কোরানে আল্লাহ নিজেই ঘোষণা দিয়েছেন মানুষ ও জ্বিন দুটোই তিনি সৃষ্টি করেছেন। কিন্তু মুসলমানরা আল্লাহর এই বাণী শোনার পর জ্বিন নিয়া নানা ব্যবসা করলো। কিন্তু জ্বিনের আবিষ্কারের কথা পৃথিবীবাসীকে জানালো না। অথচ এই জ্বিন আবিষ্কারের দাবী করলেই আজ দুনিয়ায় মুসলমানের জ্ঞান-গরিমা কত উচ্চে উঠতো।
আমার ধারণা ফজলে এলাহি পারবেন। আল্লাহকে দেখতে চাই না। এই যে আল্লাহর সৃষ্টি জ্বিন, যার কথা কোরানে আছে তার অস্তিত্ব একবার প্রমাণ করে দেখান। সুমেরু, অলৌকিক হাসান আর ইশতিয়াক জিকোকে পাঠাবো জ্বিন বিষয়ক প্রমাণের ডকুমেন্টারি পাঠাতে। তারপর আপনাকে গ্যারান্টি দিচ্ছি সেই ডকুমেন্টারি দেখাইয়া সারা পৃথিবীর সব মানুষকে মুসলমান বানায়া ফেলবো।
আমার কথা আমি রাখবো, আগে আপনে কোরআনের কথার একটা প্রমাণ দেন।