বিদ্যুৎ খাতে সর্বনাশা ভর্তুকি –
মাননিয় প্রধানমন্ত্রি জননেতৃ শেখ হাসিনা ০৬ জুলাই ২০২২ খৃ: চুয়েট ক্যাম্পাসে অ্যাক অনুষ্ঠানে গণভবন থেকে সংযুক্ত হয়ে জানান,
(০১) সরকার বর্তমানে বিদ্যুৎ খাতে ২৮,০০০ কোটি টাকা ভর্তুকি দিচ্ছে –
(০২) বিদ্যৎ কেন্দ্রগুলো সচল রাখার জন্যে গ্যাসের চাহিদা মেটাতে L . N . G . আমদানিতে ২৫,০০০ কোটি টাকা ভর্তুকি দিতে হয়-
বর্তমানে বাজেটে ৮৩,০০০ কোটি টাকা ভর্তুকি বরাদ্দ রাখা হোয়েছে –
ভর্তুকি না কমালে সরকার টাকা কোথা থেকে পাবে ?
সরকারকে কী পরিমান ভর্তুকি বাড়াতে হোয়েছে তারও একটি হিসাব তুলে ধরেন মাননিয় প্রধানমন্ত্রি –
(০১) ফার্নেশ অয়েলের মুল্য ছিলো ৭০৮ টাকা – ইউক্রেন যুদ্ধের পরে তা হোয়েছে ১,০৮০ টাকা (৫২ % বেড়েছে) –
(০২) L . N . G . যেটা ১০ মার্কিন ডলারে ক্রয় করা হোতো- সেটা ৩৮ মার্কিন ডলারে ক্রয় করতে হয় (বেড়েছে ২৮০ %) –
(০৩) কয়লা ১৮৭ মার্কিন ডলারে ক্রয় করা হতো- অ্যাখোন তা ২৭৮ মার্কিন ডলারে ক্রয় করতে হয় (বেড়েছে৬১ %) –
(০৪) ডিজেল যা ৮০ মার্কিন ডলারে ক্রয় করা হতো- তা ১৩০ মার্কিন ডলারে ক্রয় করতে হয়- শোনা যায় ৩০০ মার্কিন ডলার পর্যন্ত দাম বাড়তে পারে –
মাননিয় প্রধানমন্ত্রি বলেন,
(০১) প্রতি কিউবিক মিটার L . N . G . গ্যাস যেটা সরকারকে কিনতে হয় ৫৯.৬০ টাকায়- সেটা গ্রাহকের কাছে বিক্রি করতে হয় ৯.৬৯ টাকায়- সম্প্রতি যেটা ১১.০০ টাকায় করা হোয়েছে – তারপরেও বিশাল অংকের ভর্তুকি দিতে হোচ্ছে-
(০২) নবায়নযোগ্য জ্বালানি থেকে প্রতি ইউনিট বিদ্যুৎ উৎপাদনে ব্যয় হয় ১২.৮৪ টাকা কিলোওয়াট ঘন্টা – কিন্তু একক প্রতি পাইকারি মুল্যে দেয়া হোচ্ছে ৫.০৮ টাকায়-
(০৩) ফার্নেশ অয়েলের প্রতি একক ইউনিটের উৎপাদন ব্যয় ১৭.৪১ টাকা- গ্রাহককে দিতে হোচ্ছে ৫.০৮ টাকায় –
(০৪) ডিজিলে প্রতি ইউনিট বিদ্যৎ উৎপাদন ব্যয় ৩৬.৮৫ টাকা- বিক্রি করতে হয় ৫.০৮ টাকায়-
(০৫) কয়লা থেকে বিদ্যুৎ উৎপাদনে ব্যয় ১২.৩৭ টাকা- বিক্রি করা হয় ৫.০৮ টাকায়-
গত ২০২০-২১ অর্থ বছরে বিদ্যৎ খাতে ভর্তুকি দিতে হয়েছে ৮,৯৪৫ কোটি টাকা- ২০২১-২২ অর্থ বছরের ডিসেম্বর পর্যন্ত বিদ্যৎ খাতে ভর্তুকি দেয়া হোয়েছে ১০,৬৩৫ কোটি টাকা-
বিদ্যৎ উন্নয়ন বোর্ড (P.D.B) বলেছে, উৎপাদন খরচের চেয়ে কম দামে বিক্রি করাতে ২০২০ – ২১ অর্থ বছরে লোকসান হোয়েছে ১১,২৬৫ কোটি টাকা –
এ অর্থ বছরে (২০২২ – ২৩) লোকসান হোতে পারে ৪০,০০০ কোটি টাকা -
(সুত্র : বাংলাদেশ প্রতিদিন: ১৮ জুলাই ২০২২ খৃ: সোমবার)
সর্বশেষ এডিট : ২২ শে জুলাই, ২০২২ সকাল ১০:৪৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




