একটি বাংলাদেশ।
এ আমার স্বপ্নের চারণ ভূমি। এ দেশের আলো-বাতাস, প্রতিটি ধুলিকণা আমার প্রাণের দোসর, আপনার চেয়েও আপন।
দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী সংগ্রামের সিঁড়ি বেয়ে আমরা অর্জন করেছি একটি স্বাধীন মানচিত্র, লাল সবুজের বর্ণিল পতাকা।
কিন্তু, প্রশ্ন হচ্ছে এখনও কি আমরা স্বাধীনতার অপূর্ব স্বাদ পুরোপুরিভাবে আস্বাদন করতে পেরেছি ?
না, পারিনি।
কেন?
সে কথা আজ আর বলতে চাই না।
অতীতের সকল গ্লাণি, দৈন্যতা পেছনে ফেলে আমরা এগিয়ে যেতে চাই দুর্বার গতিতে। আমরা চাইনা স্বাধীন এই মাটিতে অন্যায়ভাবে কারো রক্ত ঝরুক, ক্ষুধা-দারিদ্র্যের নির্মম কষাঘাতে বিপন্ন হোক মানবিকতার উদার আকাশ।
আমরা চাই সুখী, সমৃদ্ধ একটি নতুন বাংলাদেশ, উন্নয়ন ও অগ্রগতির একটি নতুন অধ্যায়!
চাই মুক্তিযুদ্ধের চেতনার যথার্থ বাস্তবায়ন।
সকল দেশপ্রেমিক আজ হাতে হাত রাখো, বলো- সমৃদ্ধ বাংলাদেশ চাই।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



