কাজী নজরুল ইসলাম যদি বেঁচে থাকতেন, তাহলে জামায়াত শিবির সম্পর্কে লিখতেন—
জামায়াত শিবির,
ফাঁসির দড়িতে তব শির।
শির ঝুলিবে দড়িতে ফাঁসির—ঐ সাঈদী নিজামীর!
জামায়াত শিবির!
বাংলাদেশের সীমানা ছাড়ি
কবর হবে তোর পাকি বাড়ি,
ঐ ট্রাইবুনালের রায় ভেদিয়া
বেগম জিয়ার বাঁধন ছেদিয়া,
কলঙ্ক ঘোচাব আমি এই বাঙালি জাতির!
মম দেশ মাতা শান্তিতে রবে হয়ে ছায়া সুনিবিড়!
তাই, জামায়াত শিবির,
ফাঁসির দড়িতে তব শির।
সূত্র: প্রথম আলো
সর্বশেষ এডিট : ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:১৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




