
কেমন লাগে -১
সন্ধ্যায় একটা বিয়ের দাওয়াত অথবা কোন পুরনো বন্ধুর সাথে অনেক দিন পর দেখা করতে যাবেন ।তাই আপনার মোবাইল টি চার্জে দিয়ে রাখলেন ।তিন ঘণ্টা পর, রেডি হয়ে মাঞ্জা মেরে যখন মোবাইল থেকে চার্জার খুলে পকেটে নিতে যাবেন তখনি লো ব্যাটারি নটিফিকেশন শো করছে !!
আসলে আপনি যখন মোবাইল টা চার্জে দিচ্ছিলেন তখন ইলেক্ট্রিক পাওয়ার সাপ্লাই অন করতে ভূলে গেছেন তাই মোবাইল চার্জ হয়নি
কেমন লাগে ২

পরীক্ষার ফর্ম অথবা হসপিটালে অথবা ট্রেনের টিকেটের জন্য লাইনে দাঁড়িয়ে আছেন। লাইন এতই স্লো গতিতে আগাচ্ছে আপনার বিরক্ত এসে গেছে -তাই পাশের আরেকটি লাইনে দাড়িয়েছেন ।
লাইন কিছুক্ষন আগানোর পর শুনতে পেলেন -তাদের সিস্টেম ডাউন ,কাজ করছে না।সবাই কে আবার পাশের লাইনে দাড়াতে বলা হচ্ছে ।
চলবে
সর্বশেষ এডিট : ১৭ ই আগস্ট, ২০১৬ রাত ৯:০৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




