
তোমার জন্য অমর হব
---------
শত শত বছর ধরে বলে মনে হচ্ছে,
আমি তোমার;
তোমার হৃদয় কেবল আমার।
আমি হৃদয় চাই।
প্রতি মুহূর্তে তোমাকে চাই।
তোমাকে পেতে,
আমি উদ্বিগ্ন, আমি অস্থির।
আমি তোমার সীমা অতিক্রম করবো!
আমি তোমার ভালবাসার কারন হব,
আমি তোমার সাথে দূর্দান্ত সময় কাটাবো।
এমনকি আমি তোমার জন্য,
মরব না, আমি অমর হব !
সর্বশেষ এডিট : ০৬ ই মার্চ, ২০১৮ সকাল ১১:২১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




