আসুন দেখি দুজনের মিল -
* উভয়েই নিজেদের প্রথা বিরোধী ভাবতে ভালবাসেন ।
* নিজেদের সাহিত্যকর্ম নিয়ে উভয়েই উচ্চ ধারণা পোষণ করেন - ( তবে জনগণ তাদের সম্পর্কে কি ধারণা পোষণ করে সেটা গত পরশুর একটা স্টিকি পোস্টেই দেখা গিয়েছে , এদের একজনকে জনগণ এত বেশি সম্মান দিয়েছে যে সম্মানের ভারে স্টিকি পোস্ট এক দিনেই দড়ি ছিড়ে নিচে পড়ে গিয়েছে ) ।
* উভয়েই ধর্মকে ( পড়ুন ইসলাম ও মুসলিম ) কে ঘৃনা করেন ।
* হুমায়ুন আহমেদকে উভয়েই তার জনপ্রিয়তার জন্য ঈর্ষা করতেন ।
* উভয়েই লেখায় যৌনতাকে প্রাধান্য দেন ।
সর্বশেষ এডিট : ১৪ ই আগস্ট, ২০১২ বিকাল ৫:২০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




