সামু ব্লগে দুই জন ব্লগার পেলেম যাদের কোনো নিক নেই-কিন্তু দুজনেই ধূমাইয়া ব্লগিং করে চলছেন! একজন আমার ইসলাম ধর্মের বিরুদ্ধে অনেক নোংরা পোস্ত দিয়ে মডুর প্রিয় পাত্র বলে গিয়েছেন।
১। এই ব্লগারের কোনো নিক নেই-কিন্তু ব্লগিং করে যাচ্ছেন!
আর এস এস ফিড
অনুসারিত নয়:[অনুসরন করুন] [?]
ব্লগার পরিসংখ্যান
• পোস্ট করেছেন: ৭টি
• মন্তব্য করেছেন: ৫টি
• মন্তব্য পেয়েছেন: ৬টি
• ব্লগ লিখেছেন: ২ মাস ৪ দিন
• ব্লগটি মোট ৬৩ বার দেখা হয়েছে
২। এই ব্লগারেরও কোনো নিক নেই-কিন্তু ব্লগিং করে যাচ্ছেন-
এই সেই ব্লগার যিনি- "মুহম্মদ বললে হাদিস আর হুমায়ুন আযাদ বললে......" -পোস্ট এর সম্ভবত মডু সরিয়ে নিয়ে থাকবে। ঐ পোস্টের বিরোধীতা যারা করেছিল-তাদের অন্তত ৬ জনকে মডু বিভিন্ন শাস্তি দিয়েছে অথচ পোস্ট দাতা এখনও মডুর কল্যানে ব্লগিং এর নামে ধর্ম বিরোধী পোস্ট দিয়েই যাচ্ছে। সব চাইতে মজার ব্যাপার সেই ব্লগারের কোনো নিক নেই। বিশ্বাস নাহলে সেই ব্লগারের পোস্ট ভিজিট করে দেখুন।
লিংক-http://www.somewhereinblog.net/blog/p3ch4/29661513
সর্বশেষ এডিট : ৩০ শে আগস্ট, ২০১২ বিকাল ৩:৪৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




