ভারতের পাশে বাংলাদেশ নামের একটি ছোট দেশ আছে । ওই ছোট দেশে ভারতীয় দালালীর সোল এজেন্ট এতদিন ছিল হাম্বা লীগ নামের একটা দলের । কিন্তু এই দলের ব্লগিয় পাণ্ডাদের আহাজারিতে এইবার কুরবানির গরুগুলোর দুঃখ কেও হার মানিয়েছে ।
এর কারন আর কিছু নয় । তাদের একচ্ছত্র দালালীর জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে ম্যাডামের ভারত ভ্রমন । হাম্বারা এই চরম দুর্দিনে একমাত্র ভারত বাবার আশীর্বাদ মাথায় নিয়ে আবার ৫ বছর ধান্দাবাজি – চুরি – বাটপারির স্বপ্ন দেখছিল । কিন্তু ম্যাডাম জিয়ার ভারত সফরে তাদের সেই স্বপ্নে বিভিন্ন ধরনের দোষ দেখা দিচ্ছে । যদি এই ধান্দাবাজি – চুরি – বাটপারির একচ্ছত্র অধিকার বিএনপির হাতে চলে যায় তবে ব্লগিয় পেইড হাম্বাদের বেতন বোনাস কিভাবে হবে এই নিয়ে হাম্বা হাম্বা রবে আকাশ বাতাস প্রকম্পিত ।
তাই এইসব স্বল্প শিক্ষিত , আয় রোজগারের জন্য ব্লগের উপর নির্ভরশীল হাম্বাদের পেটে লাথি না মারার জন্য ম্যাডাম কে অনুরোধ জানাচ্ছি । এবং অনুরোধ না মানলে তীব্র ধিক্কার জানাচ্ছি ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




