সেই কবে চার লাইন লিখেই আমি নিখাঁজ! কারন একটাই-আলসেমির মুগুরের বাড়িতে আমার গলা পর্যন্ত গেড়ে গেছে!
প্রথম প্রথম লেখার কি ভিষণ ঝোঁক,যেন এথানেই লিখে লিখে হাত পাকিয়ে আস্ত একটি বিপুল স্বাদের বই ই লিথে ফেলবো, এবারের বই মেলায় তার মোড়ক উনমোচন করবেন স্বনামধন্য কেও!
দিন যায় ভাবি বিষয় নিয়ে,নাহ্ মনের মতো হচ্ছেনা! আমিতো লিখবো এমন ব্যতিক্রম কিছু ,পাঠক চোখ ছানাবড়া করে,ক্ম্পুটারের সাথে চোখ লাগিযে পড়বে! কে লিখেছে ?কোথায় তার নিবাস?কোন প্রকাশন থেকে কয়টা বই বেরিয়েছে তার পাত্তা লাগাবে,প্রকাশকদের অনুরোধ রাখতে না পেরে আমাকে পালিয়ে থাকতে হবে!
দিনে -দিনে দিন যায়, মাস যায়! ভুলতে ভুলতে ভুলেই যাই 'সামহোয়্যার ব্লগে' আমার একটি একাউন্ট খোলা আছে!
আজ হঠাতই মনে পড়ে গেল!দুশ্চিন্তাও হলো 'বন্ধ হয়ে গেলনাতো?'
খুলতে চাইলেই তো আর এমনি এমনি খোলা যাবেনা!ব্যবহারকারির নাম,গোপন নম্বর ঠিকঠাকমত দিতে পারলে তবেই না আমার সম্পদ এটি,প্রমানিত হবে!
খত রকমভাবে প্রায় আধাঘন্টা চেষ্টার পর আমার ব্লগে ঢুকতে পারলাম!
কি লিখি কি লিখি করে আজও কিছু না লিখেই বেরিয়ে যাচ্ছি, জানিনা আবার তা কতদিনের জন্য!পাঠকগন দোয়া কইরেন,আমার জীবনে বিথ্যাত না হওয়ার জন্য দায়ি যে ভিলেন(আলসেমি)তাকে যেন এবার উল্টা মুগুরের বাড়িতে ভাগাইতে পারি!
সকলের মঙ্গল আশা করছি!
সর্বশেষ এডিট : ৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





