বানিজ্যমেলায়-পোশাক,তৈজসপত্র,বাহারী সামগ্রী,ভোগ্য পণ্য,পাটজাতদ্রব্য,ইত্যাদি ইত্যাদি- দেশী পণ্যের দোকানে ক্রেতার ভীড়ে পা ফেলার জায়গা নাই--,বিদেশি দোকানগুলোয় হাল্কা পাতলা---! হবেই বা না কেন, আমাদের তৈরী জিনিসের দাম গুনগত মানের তুলনায় যে অনেক কম---!
আগামী পাঁচ বছরে দেশের সার্বিক উন্নয়নের ধাপগুলো উঠবে কোথায় ভেবে খুব ভাল লাগছে ---!
সচল ক্ষেত্রগুলোর পাশাপাশি নতুন উদ্যোক্তা,ব্যবসায়ী সহজ পদ্ধতিতে,সততার সাথে,সব ধরনের কূ-দৃষ্টি থেকে বাঁচিয়ে গড়ে তুলবেন এক একটি প্রতিষ্ঠান,সরকার সব ধরনের সহযোগিতা দেবে, আমাদের কারনে যেন কোনোভাবেই ক্ষতির সম্মুখিন না হয়---সতর্ক থাকব ! দেশ স্বাবলম্বী হওয়া মানে আমরা সবাই স্বাবলম্বী-ঠেকাবে কে!!!
সর্বশেষ এডিট : ৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





